ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) বৈরিতা অনেক পুরনো। যখনই এই দুই দলের মধ্যে ক্রিকেট ম্যাচ হয়, ভক্তদের উত্তেজনা থাকে চরমে। প্রতিবেশী এই দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ৩০শে আগস্ট তারিখটি স্মরণীয়। ২০০১ সালের এই দিনে, পাকিস্তান টেস্টে বিশ্ব রেকর্ড তৈরী করেছিলো। এই তারিখটি পাকিস্তান ও তার ক্রিকেট ভক্তদের জন্য স্মরণীয়। এক-দুজন নয়, টেস্টের এক ইনিংসে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের পাঁচ খেলোয়াড়। মুলতানের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা এই টেস্ট ম্যাচে, পাকিস্তান ৩ উইকেটে ৫৪৬ রানের বিশাল স্কোর করে, এবং তারপর তাদের প্রথম ইনিংস ঘোষণা করে।
তখন বাংলাদেশের অধিনায়কত্ব সামলাচ্ছিলেন নাঈমুর রহমান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। স্পিনার দানিশ কানেরিয়ার ৬ উইকেটের সুবাদে বাংলাদেশকে ১৩৪ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। এরপর স্বাগতিক দলের ব্যাটসম্যানরা বাংলাদেশি বোলারদের বেশ ক্লাস করেন।
সাঈদ আনোয়ার ১০১ এবং তৌফিক উমর ১০৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৯ রান করে তিন নম্বরে আউট হন ফয়সাল ইকবাল। এরপর ইনজামাম-উল-হক ১০৫ রান করার পর প্যাভিলিয়নে ফিরে যান। মোহাম্মদ ইউসুফ ১০২ ও আবদুল রাজ্জাক ১১০ রান করে অপরাজিত ছিলেন।
দুজনেই চতুর্থ উইকেটে ১৬৫ রানের অপরাজিত জুটি গড়েন এবং তারপর অধিনায়ক ওয়াকার ইউনিস ইনিংস ঘোষণা করেন। টেস্ট ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড যৌথভাবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের।
১৯৫৫ সালে, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে ৭৫৮ রানের ইনিংসে ৫টি সেঞ্চুরি করেছিল। ২০০১ সালে পাকিস্তান এই রেকর্ড সমান করে। এই ম্যাচে বাংলাদেশকে এক ইনিংস ও ২৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।