এবারের বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে বিশ্ব রেকর্ড করেছেন ভারতের তরুণ ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaykord)। বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল উত্তরপ্রদেশ (UP) এবং মহারাষ্ট্র (Maharashtra)। আর এই ম্যাচে উত্তরপ্রদেশের স্পিনার শিবা সিংয়ের এক ওভারে সাতটি ছয় সহ ৪৩ রান তুলে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaykord)।
ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaykord) এই মুহূর্তে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে সর্বাধিক ছক্কা মেরেছেন। সাতটি ছয় সহ সেই ওভারটিতে ঋতুরাজ তুলে নিয়েছিলেন ৪৩ রান। তবে এটাই ক্রিকেটের ইতিহাসের সব থেকে ব্যয়বহুল ওভার নয়। এক ওভার এর থেকেও বেশি রান হয়েছে ক্রিকেটে।
ক্রিকেটের ইতিহাসে এখনো পর্যন্ত এক ওভারে সর্বাধিক রান তোলার রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটার লি জার্মানের নামে। নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের খেলা চলাকালীন এক ওভারে ৭৭ রান করার রেকর্ড করেছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার লি জার্মান।
৯০ দশকের নিউজিল্যান্ডের ঘরোয়া লীগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েলিংটন এবং ক্যান্টারবারি। সেই ম্যাচে ক্যান্টারবারি বোলার বার্ট ভ্যান্সের বিরুদ্ধে এক ওভারে ৭৭ রান করে রেকর্ড গড়েছিলেন ওয়েলিংটনের লি জার্মান।
নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েলিংটন এবং ক্যান্টারবারি। সেই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে ওয়েলিংটনের সামনে জয়ের জন্য ২৯২ রানের টার্গেট সেট করে ক্যান্টারবারি। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় প্রায় হেরেই গিয়েছিল ওয়েলিংটন। সেই সময় ক্যান্টারবারির বোলার বার্ট ভ্যান্সের বিরুদ্ধে এক ওভারে ৭৭ রান করে ওয়েলিংটনকে ম্যাচ জেতায় লি জার্মান।
Wellington' Bert Vance conceded 77-run in an over in a #first-class match in #1990. Over: #0444664614106666600401 pic.twitter.com/wIZsSYN3Mm
— Gaurav (@GauravDas) October 27, 2014