বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে, জাদেজার পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ

একের পর এক ধাক্কা ভারতীয় শিবিরে। প্রথমে জাদেজা এরপর ভারতের অন্যতম সেরা পেসার জসপ্রিত বুমরাহ। পিটিআই সূত্রের খবর, চোটের কারণে ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২’ (T-20 world Cup 2022) থেকে ছিটকে গেলেন তিনি। যদিও বোর্ডের দিক থেকে এখনো তেমন কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, বুমরা আবার ইনজুরিতে (Bumrah injury) পড়েছেন। আবার পিঠের মধ্যে চোট। আমরা আপনাকে বলি, এই ভারতীয় পেসার চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। তিনি এশিয়া কাপেও দলের অংশ হতে পারেনি। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে খেললেও দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই খারাপ খবর।

Jasprit Bumrah

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে বুমরার অনুপস্থিতি নিয়ে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, বুমরা আবার একটা ছোট চোট পেয়েছে। এক সাক্ষাৎকারে বোর্ডের এক কর্মকর্তা বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন বুমরা। তার পিঠে মারাত্মক চোট রয়েছে। ছয় মাসের জন্য দলের বাইরে থাকতে হতে পারে তাকে।

ভারতীয় শিবিরে এমন খবর খুবই হতাশা জনক। কারণ এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, এখন অভিজ্ঞ পেসার বুমরাও দলের অংশ হতে পারবেনা। যার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পেস আক্রমণ নিয়ে চিন্তিত ভারত। এমনিতেই অস্ট্রেলিয়ার মাঠ মানে বাউন্সার। সেখানে বুমরার মত বলার থাকছে না মানে ভারতীয় দল রীতিমতো চাপে পড়বে।

Jasprit Bumrah injury

বুমরার অনুপস্থিতি যে দলে কতটা প্রভাব পড়বে তা এশিয়া কাপেই বোঝা গেছে। এমনিতেই ভারতীয় পেসাররা ডেথ ওভারে দারুন মার খাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় শিবির তোলপাড়। তার বিকল্প কে হবে? কে তার অভাব পূরণ করতে পারবে? এই নিয়ে চিন্তিত ভারতীয় দল। তিনি চোট সারিয়ে দুটো ম্যাচ খেলতে না খেলতেই আবার পিঠে চোট। তাহলে কি তার ভালোভাবে চোট না সারাতেই মাঠে নামানো হয়েছিল তাকে।

 

তবে পিটিআই জানিয়েছেন, তার পিঠে চোটের কারনে কোন অস্ত্রপচার করা হয়নি। বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন বুমরা’। তার ক্যারিয়ার এখন অনেক বাকি, তাই তাকে নিয়ে বেশি ঝুঁকিপূর্ণ ঠিক হবে না। তাই তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না পাওয়াটাই আশাবাদী। যদিও তার বলের ধরন দেখে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন মাইকেল হল্ডিং। বুমরার বলের ধরন দেখে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার বলেছিলেন, যেকোনো সময় তিনি পিঠে চট পেতে পারেন। আর সেই রাস্তাতেই গেল বুমরা। তার অনুপস্থিতি ভারতীয় দলের একটা দারুন প্রভাব পড়বে।