দীর্ঘ দু বছরেরও বেশি সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি (Indian cricket board president) থাকার পর অবশেষে বিসিসিআই প্রেসিডেন্ট (Bcci president) পদ থেকে সরে যেতে হয়েছে সৌরভ গাঙ্গুলীকে (Sourav ganguly)। সৌরভ গাঙ্গুলী বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পর সারা দেশ জুড়ে কিছুটা সমালোচনা শুরু হয়েছে। তবে এই সকল বিষয়ের মধ্যে সমালোচনা আরও কিছুটা বাড়িয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi sastri)।
সৌরভ গাঙ্গুলী (Sourav ganguly) এবং রবি শাস্ত্রীর (Ravi sastri) মধ্যে সম্পর্ক কোনদিনই ভালো ছিল না সেই শুরু থেকেই দুজনের মধ্যে বেশ কিছু বিতর্কিত ঘটনা ঘটেছিল। সৌরভ গাঙ্গুলি (Sourav ganguly) বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসার পরই রবি শাস্ত্রীকে সরে যেতে হয় ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ পদ থেকে। আর এবার সৌরভ গাঙ্গুলী প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ায় বেজায় খুশি হয়েছেন রবি শাস্ত্রী (Ravi sastri)।
মঙ্গলবার সরকারিভাবে বিসিসিআই প্রেসিডেন্ট পর থেকে সরে গিয়েছেন সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী পরবর্তীকালে এই পদে বসতে চলেছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি। একসময় ভারতীয় ক্রিকেটে রজার বিনি এবং রবি শাস্ত্রী একে অপরের সতীর্থ ছিলেন। স্বাভাবিকভাবে বিনি বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসায় খুবই খুশি হয়েছেন রবি শাস্ত্রী। তবে শাস্ত্রী তার থেকেও বেশি খুশি হয়েছেন সৌরভ গাঙ্গুলী বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ায়।
সৌরভ গাঙ্গুলী প্রেসিডেন্ট পদে বসার পর সেই সময় ভারতীয় দলের হেডকোচ রবি শাস্ত্রীর সঙ্গে তার সম্পর্ক এতটাই খারাপ পরিস্থিতিতে চলে গিয়েছিল যে হেড কোচ হিসাবে রবি শাস্ত্রীর রেকর্ড ভালো থাকার সত্বেও তাকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ করা হয়। সেই সময় এই দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের দ্বন্দ্ব কারুরই নজর এড়াই নি। আর তাই এবার বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে সৌরভ সরে যাওয়ায় নাম না করে সৌরভকে খোঁচা দিলেন রবি শাস্ত্রী।
এইদিন একটি সাক্ষাৎকারের রবি শাস্ত্রী বলেন, ” অতীত বলছে টানা দু’বার কেউই বিসিসিআই প্রেসিডেন্ট পদে ছিলেন না। তাই সকলকে এই পদ ছাড়তেই হবে। কেউ যদি ভেবে থাকে আমি এখন যে কাজটা করছি আগামী দিনেও সেই কাজটাই করে যাব তাহলে সেটা তার ভুল। পুরনোরা চলে যাবে, নতুন মানুষ এসে দায়িত্ব নেবে এটাই স্বাভাবিক। রজার বিনির মত একজন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসতে চলেছে জেনে খুবই ভালো লাগলো। ওর আগামী দিনের জন্য শুভকামনা রইল।”