আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) মহাযুদ্ধ। তবে বিশ্বকাপের আগে পরপর খারাপ খবর ভারতের জন্য। চোট পেয়ে আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World cup) থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা জোরে বোলার যাশস্প্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এবার আরও একজন জোরে বোলার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World cup) থেকে ছিটকে গেলেন। যার কারণে চাপে পড়ে গেল ভারত।
বুমরার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World cup) থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের আরেক তারকা জোরে বোলার দীপক চাহার (Deepak Chahar)। টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজ়ার্ভ দলে ছিলেন দীপক চাহার। একদিকে যখন যাশস্প্রীত বুমরার পরিবর্ত খোঁজার জন্য ব্যস্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেই সময় আরও একজন জোরে বোলার চোট পেয়ে ছিটকে যাওয়ায় ভারতীয় দলের ওপর ব্যাপক চাপ বাড়লো।
দীর্ঘ কয়েক মাস চোটের কারণে ভারতীয় দলের বাইরে ছিলেন দীপক চাহার (Deepak Chachar)। জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে ফিরেছিলেন দীপক চাহার (Deepak Chachar), খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও। তারপরই ফের পিঠে চোট পান তিনি দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলের বাইরে ছিলেন। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন দীপক চাহারের চোট গুরুত্বর, আরও কয়েক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে তাকে। অর্থাৎ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনি খেলতে পারবেন না।
বুমরার পরিবর্তে ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে দীপক চাহারের খেলা এক প্রকার প্রায় নিশ্চিত ছিল কিন্তু এরই মধ্যে তিনিও চোট পেয়ে যাওয়ায় চাপে পড়ে গেলেন নির্বাচকরা। এখন নির্বাচকদের হাতে বুমরার পরিবর্ত হিসেবে পড়ে রইল মহম্মদ সিরাজ, মহম্মদ সামি এবং সার্দুল ঠাকুর।
দীপক চাহার এমন একজন ক্রিকেটার যিনি কঠিন পরিস্থিতি অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে তে বোলিং করে নিয়মিত উইকেট নিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সাবলীল দীপক চাহার। বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতেও দলকে জিতিয়েছেন তিনি। তাই দীপক চাহার এর মতো এমন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট পাওয়া নিঃসন্দেহে ভারতের জন্য অত্যন্ত খারাপ খবর। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলবে দীপক চাহরের, তিনি সুস্থ হলে ফের ভারতীয় দলে ফিরে আসবেন।