সম্প্রতি, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার ডানহাতি ওপেনার অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। যার কারনে অস্ট্রেলিয়া দল ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে নতুন অধিনায়ক খুঁজছেন। যদিও বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে এখন তেমন কোন তাড়াহুড়ো নাই। অন্যদিকে, অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া দলের পরবর্তী অধিনায়কের (Cricket Australia next Captain) জন্য নাম সামনে এনেছে।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স ভালো না হলেও নেতৃত্ব দিয়ে দলকে ৩-০ ব্যবধানে জিতিয়েছে। নিউজিল্যান্ডের সাথে সিরিজ শেষ হওয়ার পরেই অ্যারন ফিঞ্চ অবসর ঘোষণা করেছেন এবং তার জায়গায় অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারকে (Devid Warner) দেখতে চেয়েছেন। এর পিছনে কারণও জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে কথা বলার সময় অ্যারন ফিঞ্চ বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার (CA) উচিত আবার ডেভিড ওয়ার্নারকে নেতৃত্বে ফিরিয়ে আনা। তার হাতেই ওয়ান ডে ক্রিকেটের অধিনায়ক তুলে দেয়া। আমার মনে হয় অস্ট্রেলিয়ার ক্রিকেট তাকে দেখবে।
তিনি আরও বলেন, যখন ওয়ার্নার অধিনায়কত্বের সুযোগ পেয়েছিলেন, তখন তার নেতৃত্বে কয়েকটি ম্যাচ খেলেছি। যেখানে তিনি দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার সময়ও ভালো কেটেছিল। আর ক্রিকেট খেলাটা এমনই, যে কৌশলী অধিনায়ক হবে সবাই তার অধীনে খেলতে পছন্দ করবে। আমার মনে হয় তিনি এদিক দিয়ে অভিজ্ঞ।
এরপর তিনি বলেন, এ ব্যাপারে আমি জানিনা অস্ট্রেলিয়া ক্রিকেট (Australia Cricket) বোর্ড কি সিদ্ধান্ত নিচ্ছে। এটা আমার একটা মতামত। অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৪৬ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং তিনি ৫,৪০৬ রানও করেন। অস্ট্রেলিয়া বিশ্বকাপজয়ী দলের অংশও ছিলেন অ্যারন ফিঞ্চ এবং সেই সময় তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। তবে টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব এখন তার হাতেই এবং তিনিই নেতৃত্বে থাকছেন।