অলিম্পিকে (Olympic) কি আবার অন্তর্ভুক্ত হতে চলেছে ক্রিকেট? বিগত কয়েক বছর ধরেই এই প্রশ্ন মাথাচারা দিচ্ছে। এখনো পর্যন্ত বিষয়টি বাস্তবায়ন না হলেও ICC এ নিয়ে জোড় চিন্তা-ভাবনা করছে। খবর ভেসে আসছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ১২৮ বছর পর অলিম্পিকে আবারো হতে পারে ২২ গজের লড়াই।
২০২৮ সালে অলিম্পিকের (Olympic 2028) আসর বসতে চলেছে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। এখানেই যুক্ত হতে পারে ক্রিকেটের মঞ্চ। এমনটাই শোনা যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC-র তরফ থেকে। এক ক্রিকেট সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অলিম্পিকে ৬টি পুরুষ ও ৬টি মহিলা দলের টুর্নামেন্ট করানোর ইচ্ছা ICC-র। এ বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলকে (IOC) প্রস্তাব দিয়েছে আইসিসি।
যদি অলিম্পিকে ক্রিকেট টুর্নামেন্ট (Olympic’s Cricket Tournament) হয় তাহলে দল বাছাই কেমন হবে? সেখানে ভারত অন্তর্ভুক্ত থাকবে কিনা? এ ব্যাপারে আইসিসি ঠিক করেছে, t-20 রাঙ্কিংয়ের শীর্ষে যে ৬টি দল থাকবে, তারাই অংশগ্রহণের সুযোগ পাবে। এক্ষেত্রে ভারতের যোগদান প্রবল বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে আইসিসি দাবি করেছে পুরুষ ও মহিলা দলের টুর্নামেন্ট আলাদা আলাদা সময়ে হবে। তবে এক্ষেত্রে উভয় টুর্নামেন্টকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হবে।
কেমন ভাবে হতে পারে এই প্রতিযোগিতা:-
এই প্রতিযোগিতার জন্য প্রত্যেক দল ১৪ জন খেলোয়াড়ের নাম দিতে পারবে। ৬টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপ থেকে সেমিফাইনালের জন্য শেষ চার নির্বাচন করা হবে। সেমিফাইনালে জয়ী দুই দল ফাইনালের মুখোমুখি হবে এবং সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবে। অন্তিম পর্যায়ে লড়াই হবে সোনা জয়ের।
ইতিমধ্যেই ২০২৮ সালে অলিম্পিক আসরে ২৮টি খেলার অনুমতি পেয়েছে, যার মধ্যে নাম রয়েছে ক্রিকেটেরও। তবে এটি কতদূর ঠিক তা এখনো নিশ্চিত করতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে এর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত ছিল। সেই টুর্নামেন্টে সোনা জয় লাভ করেছিল ইংল্যান্ড। যদি সব ঠিকঠাক চলে আবার ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট টুর্নামেন্ট দেখা যাবে।