টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট (Indian Cricket) শিবিরে নানান জল্পনা-কল্পনা দেখা গিয়েছে। অধিনায়ক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচন কমিটি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আজ থেকে ৯-১০ আগের ভারতীয় শিবির এবং সাম্প্রতিক সময়ে ভারতীয় শিবিরের বহু পরিবর্তন। সম্প্রীতি, নির্বাচন কমিটির এক কর্মকর্তা চেতন শর্মাকে (Chetan Sharma) সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাকে কি কারণে সরানো হয়েছে? বিশ্বকাপের দল নির্বাচনে ব্যার্থ? একধিক ভুল সিদ্ধান্ত? এসব নিয়ে রয়েছে নানান জল্পনা। পদ থেকে সরানোর পর এবার সব জল্পনা ফাঁস করলেন তিনি। আসুন জানা যাক কি বললেন তিনি।
আসলে তাকে পথ থেকে সরানোর পর BCCI এর দিকেই আঙুল তুলেছেন। তার অভিযোগ, “আমরা স্বাধীনভাবে কাজ করতে পারিনি, আমাদের খেলার পুতুল করে রাখা হয়েছিল। কিন্তু ব্যর্থতার দায় সবার উপরেই ছাপানো হচ্ছে।”
সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টস ও স্কাইএক্সচ জানিয়েছে, এক নির্বাচক তাঁদের কাছে বেশ তথ্য দিয়েছে। নাম না করে ওই নির্বাচক বলেছেন, “বোর্ড আমাদের জেনেশুনে চলন্ত বাসের নিচে ঠেলে দিচ্ছে। ওদেরও উচিত ছিল ব্যর্থতার দায় নেওয়া। অধিনায়ক বদলের সিদ্ধান্ত আমাদের একার ছিল না। বোর্ড নির্বাচন বৈঠকে অনেকবার হস্তক্ষেপ করা হয়েছে। কিন্তু এখন আমরাই দোষারোপ। এখন আমাদের বলা হচ্ছে, ৯ মাসে কেন ৮ বার নেতৃত্ব পরিবর্তন করা হলো।”
বোর্ডের কে বা কারা চপের মধ্যে রাখতো তা অবশ্য প্রকাশ করেনি। তিনি আরো বলেন, “নাম নেব না, কিন্তু তিন ফর্মাটেই অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত আমাদের একাদের ছিল না। আমাদের মধ্যে কয়েকজন চেয়েছিলাম বিরাট কোহলি (Virat Kohli) ২০২৩ সাল পর্যন্ত অধিনায়ক করুক। কিন্তু টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকেও সরানো হয়েছিল। কারণ BCCI তিন ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক রাখতে রাজি ছিলেন না। যা এর আগেও কোনোদিন হইনি।”
তিনি আরো বলেন, “নেতৃত্ব বদলের সময় দেখা গিয়েছে বহু রদবদল। এদিকে রোহিতের বয়স পৌঁছেছে ৩৫ এ। তার ক্ষেত্রে তিন ফরম্যাটেই নেতৃত্ব দেয়া কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমরা রাহুলকে অধিনায়ক করার কথা ভেবেছিলাম। কিন্তু সেই সময় রাহুল চোট পেয়ে দীর্ঘদিনের জন্য বিশ্রামে যায়। তাই অধিনায়কে এমন পরিবর্তন। এখন সব দোষ টাই আমাদের ঘাড়ে চাপছে।” এই অভিযোগের পরিপেক্ষিতে এখনো কিছু জানায়নি ভারতীয় বোর্ড।
ইতিমধ্যেই চেতন শর্মার পরিবর্তে কাজ করার জন্য বোর্ডে আবেদন পত্র জমা দিয়েছে নয়ন মোঙ্গিয়া, সলিল আঙ্কোলা ও লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ এই তিন কিংবদন্তি। আরও আবেদনপত্র জমা পরবে বলে ধারণা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখে ২৮ শে নভেম্বর। তারপর নতুন কমিটি ঘোষণা করবে বোর্ড (Indian Cricket Board)।