উর্বশী রাউতেলা (Urvashi Rautela) এমন একজন অভিনেত্রী, যিনি চলচ্চিত্র ও ব্যক্তিগত উভয় দিক দিয়ে সমানভাবে শিরোনামে থাকে। তবে বর্তমান চলচ্চিত্র থেকে সম্পর্কের কারণে বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী। আর আজকেও তিনি লাইমলাইটে এসেছেন তার ব্যক্তিগত কারণের জন্য। এই অভিনেত্রীর নাম ভারতীয় দলের উইকেট কিপার খেলোয়াড় ঋষভ পন্তের (Rishabh Pant) সঙ্গে একাধিকবার জড়িয়েছেন।
আবার কিছুদিন আগে উর্বশী ও ঋষভ দুজনের মিষ্টি লড়াইয়ের সামনে এসেছে। আসলে চলতি এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ঋষভের প্রথম একাদশে জায়গা না হওয়া নিয়ে উর্বশী তাকে টুইট করে ব্যঙ্গ করেছিলেন। আর এই চলতি এশিয়া কাপেই তিনি এমন একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে মনে হচ্ছে তিনি বিদেশি খেলোয়াড়কে হৃদয় দিয়েছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ার সামনে আসতে মিমের বন্যা বয়েছে।
https://twitter.com/zkii25/status/1567048768553361409?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1567048768553361409%7Ctwgr%5Eb163b3ec90d6db6864d594f761c57e672229fab1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fentertainment%2Fbollywood%2Furvashi-rautela-shared-a-video-with-pakistani-cricketer-naseem-shah-actress-got-trolled%2F1340119
উর্বশীর এমন কান্ড তিনি যখন ভারতের প্রথম ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন তখন থেকেই। এই অভিনেত্রীর হৃদয় পাকিস্তানী খেলোয়াড় নাসিম শাহের (Nasim Saha) উপর পড়েছিল। এমন পরিস্থিতিতে তিনি নিজেকে সামলাতে না পেরে নিজস্ব ইন্সট্রা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। এই ভিডিও সামনে আসতেই ট্রোলের মুখে পড়েছেন তিনি।
https://twitter.com/Kingofcricket0/status/1567145348681850888?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1567145348681850888%7Ctwgr%5Eb163b3ec90d6db6864d594f761c57e672229fab1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fentertainment%2Fbollywood%2Furvashi-rautela-shared-a-video-with-pakistani-cricketer-naseem-shah-actress-got-trolled%2F1340119
https://twitter.com/fzk_94/status/1567115441750921218?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1567115441750921218%7Ctwgr%5Eb163b3ec90d6db6864d594f761c57e672229fab1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fentertainment%2Fbollywood%2Furvashi-rautela-shared-a-video-with-pakistani-cricketer-naseem-shah-actress-got-trolled%2F1340119
হ্যাঁ, ট্রোলাররা তাকে নিয়ে মিম তৈরি করেছে, সেখানে নাসিম, উর্বশী ও ঋষভের প্রেমের ত্রিভুজ দেখিয়েছে। মিমাররা বলছে, এটি একটি ত্রিকণ প্রেম। কেউ কেউ আবার বলছে দাদা ও দিদির লড়াইয়ে ‘ছোট ভাই’ ঢুকে পড়েছে। আসলে এমনটা বলার কারণ হচ্ছে তাদের বয়সের পার্থক্য। আসুন জেনে নেই এই ত্রিকোন প্রেমের বয়স সম্পর্কে?
Hath jorr k kehta hai dor rahy hmary larky se phly hi usky jawani may cramps parte hein..#NaseemShah #UrvashiRautela pic.twitter.com/31WhuEf6t8
— RoMeoo (@RomanRaza4) September 6, 2022
উর্বশী, ঋষভ ও নাসিমের বয়স:-
আমরা আপনাকে বলি, অভিনেত্রী ঊর্বশীর বর্তমান বয়স ২৮ বছর। আর ঋষভ পন্তের বয়স ২৪ বছর। আর যদি নাসিমের কথা বলি তার বয়স মাত্র ১৯ বছর। তিনি পাকিস্তান দলের অনূর্ধ্ব-১৯ একাদশ থেকে এশিয়া কাপে খেলতে এসেছেন। অর্থাৎ নসিমের থেকে উর্বশী ৯ বছরের বড়। ট্রোলাররা বলছে একেই তো উর্বশীর ছোটভাই ঋষভ, তার মাঝে ঢুকে পড়েছে পাকিস্তানের নাসিম শাহ।