১০ই নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সেমি ফাইনাল ম্যাচ (England Vs India semifinal)। ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সেমিফাইনালের প্রস্তুতির জন্য অনুশীলন চালাচ্ছিলেন ভারতীয় শিবির। সেখানেই ৮ ই নভেম্বর অ্যাডিলেডে চোট পান ভারত অধিনায়ক। তবে তিনি এখন জানালেন হালকা একটি চোট পেয়েছিলেন তবে এখন পুরোপুরি ফিট। এবং তিনি ম্যাচের আগে দলকে নিয়ে মতামত দিলেন।
চলতি বিশ্বকাপের (T-20 Worldcup 2022) সেমিফাইনাল ম্যাচ প্রসঙ্গে রোহিত বলেন, “এটি একটি নকআউট ম্যাচ। এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভালো করাটা জরুরী। এই নকআউট ম্যাচ যদি ভালো হয় তাহলে আগামী দিনের জন্য আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে।”
রোহিতের চোট:-
থ্রো ডাউন বিশেষজ্ঞ এস রঘু, ৮ ই নভেম্বর রোহিতকে অনুশীলন করারচ্ছিলেন। সেই সময় একটি বল এসে ডানহাতে লাগে এবং হালকা চোট পান। তৎক্ষণাৎ রোহিত শর্মা অনুশীলন বন্ধ করে প্রাথমিক চিকিৎসা নেন। সেখান থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল তিনি হালকা ব্যাথা পেয়েছিলেন। তবে এখন তিনি সেরে উঠেছেন পুরোপুরি সুস্থ আছেন।
সূর্য কুমারের প্রশংসা:-
ভারত অধিনায়ক সূর্য কুমারের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, “সূর্য খুব ভালো দায়িত্ব পালন করছে। তিনি ছোট মাঠ হোক বা বড় মাঠ সব মাঠেই খেলার জন্য দক্ষ। ২২ গজের তার ব্যাটিং অন্যান্য খেলোয়াড়দের প্রভাবিত করে।”
অক্ষর প্যাটেলের ফর্ম নিয়ে চিন্তিত নন রোহিত শর্মা:-
অধিনায়ক অক্ষর প্যাটেলের ফর্ম নিয়ে বলেন, “আমি অক্ষরকে নিয়ে চিন্তিত নয়। তিনি খুব বেশি ওভারের বল করেনি। একমাত্র সিডনিতে ছাড়া অন্য ম্যাচে তিনি বোলারদের সহযোগিতায় ছিলেন। কোন খেলোয়ারের একটা খারাপ টুর্নামেন্ট থাকতে পারে তা বলে এই না, সে ভালো বোলিং করছে না।”
ঋষভ পন্তকে নিয়ে কি বললেন অধিনায়ক:-
রোহিত শর্মার ঋষভকে নিয়ে বলেন, “ঋষভ একটিমাত্র ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। তবে আমরা তাকে প্রস্তুতি থাকতে বলেছি। কারন মধ্য ওভারে স্পিনারদের বিপক্ষে বাঁ হাতি ব্যাটসম্যান বেশি সুবিধা তুলতে পারে। তবে পরের ম্যাচে দীনেশ কার্তিক কেই খেলতে দেখা যাবে।”