‘হাত-পা-হাটু-পিঠ-মাথা’ উন্নত চিকিৎসার অধীনে ঋষভ পন্ত, সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার এবং BCCI

ঋষভ পন্তের গাড়ি দুর্ঘটনা ক্রিকেটপ্রেমীদের জন্য খুবই দুঃখজনক। ক্রিকেটার ঋষভ পন্ত (Rishabh Pant) ৩০শে ডিসেম্বর সকালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি প্রাণে বেঁচে গেলেও হাত, পা, পিঠ, মাথা সমস্ত জায়গাতেই চোট পেয়েছেন। তার এই দুর্ঘটনা ছিল খুবই ভয়াবহ!

Rishabh pant

শুক্রবার ভোরে বাড়ি ফেরার পথে দিল্লি-দেহরাদূন হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছেন ঋষভ পন্থ। গুরুতর আহত অবস্থায় দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর কোথায় কোথায় চোট লেগেছে তা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব।

বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, “কপাল, হাঁটু, পিঠ-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পন্থের কপালে দুটি বড় চোট হয়েছে।তার ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ডান হাতের কব্জিতেও আঘাত পেয়েছেন তিনি। ডান পায়ের গোড়ালি এবং পাতাতেও গুরুতর চোট পেয়েছেন পন্ত। পিঠ বেশ কয়েকবার ঘর্ষণের ফলে জখম হয়েছেন তিনি।”

পন্তের চিকিৎসার জন্য যা যা করণীয় সবই চলছে চিকিৎসাগারে। তার চিকিৎসার যেন কোনো রকম ত্রুটি না থাকে সে দিকে নজর রাখা হবে বলে জানিয়ে বিসিসিআই সচিব। তার চিকিৎসার খরচও বহন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বলে জানিয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, “পন্তের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। নরসান সীমান্তের হাম্মাদপুর ঢালের কাছে এ দুর্ঘটনা ঘটে। তার প্লাস্টিক সার্জারি হবে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।”

ঋষভ পন্তের গাড়ি দুর্ঘটনা (Rishabh pant’s car accident) সংক্রান্ত এক রিপোর্ট জানিয়ে, “পন্ত নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বলা হচ্ছে, সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন নতুবা অন্যমনোস্ক হয়ে পড়েছিলেন। যার ফলে গাড়ি এসে সজোড়ে ডিভাইডারে ধাক্কা মারে, গাড়ির স্পিড ছিল অত্যন্ত। এরপর বেশ কয়েকবার উল্টে আগুন ধরে যায় গাড়িটি।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলে বাড়ি ফিরছিলেন পন্ত। শ্রীলংকার বিরুদ্ধে সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। যার কারণে তিনি নববর্ষে উত্তরাখণ্ড নিজের বাড়ি আসছিলেন। দিল্লি পর্যন্ত দলের সকলে একসাথে এসে নিজ নিজ বাড়ি ফিরছিলেন সকলে। আর আসার পথেই পন্তের এমন দুর্ঘটনা। জানা যাচ্ছে, রাস্তার যে পজিশনে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। রাস্তার এই জায়গা পাশ হতে হয় সাবধানতা অবলম্বন করে। রিপোর্টার অভিষেক ত্রিপাঠী টুইট করে জানান, “ধন্যবাদ! পন্তের সিট বেল পড়া ছিল না। গাড়িতে আগুন লাগার সাথে সাথে কাঁচ ভেঙে বেরিয়ে আসেন তিনি। মাথায় ও হাঁটুতে চোট (Rishabh Pant injury) পেয়েছে। তবে জীবনের কোন ঝুকি নেই।”