Viral Video: ‘২৩শে অক্টোবর শেষ হবে সব উত্তেজনা’, বিরাট কোহলির অনুশীলন প্রশংসার পাশাপাশি ট্রোলের শিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ (T-20 World Cup 2022) শুরু হলো আজ। এইবারের মেগা ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। অংশগ্রহণকারী প্রত্যেক দল নিজেদের অনুশীলনে ব্যস্ত। তারা অস্ট্রেলিয়ার পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে বিভিন্ন প্রক্রিয়ায় কাজ শুরু করে দিয়েছে। সেরা প্রতিদ্বন্দ্বী দলগুলির সঙ্গে লড়াইয়ের জন্য চলছে নিজ নিজ প্রস্তুতিকরণ। এমন পরিস্থিতিতে ভারতের অন্যতম ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) প্রস্তুতি করণ সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।

Virat kohli practice

এইবারের টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ২৩ শে অক্টোবর পাকিস্তানের সাথে। এখন ম্যাচের আগে বিরাট কোহলির অনুশীলন (Virat Kohli Practice) সোশ্যাল মিডিয়ায় প্রশংসার পাশাপাশি ট্রোলের মুখেও পড়তে হয়েছে। কোহলির অনুশীলন সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। নেটে তার অনুশীলন দেখে ভক্তদের চমকপ্রদ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে স্টাফ ম্যান কোহলি কে বলছে, “বিরাট তোমার সময় শেষ। কিন্তু এরপরও কোহলি ব্যাটিং থামাচ্ছে না। সময় শেষ হলেও কোহলি স্টাফ ম্যানকে উত্তর দিয়ে বলেন, হুডা এলে আমি চলে যাব।” সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে আসতেই ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। কোন ভক্ত তার প্রশংসা করেছে তো কোন ভক্ত আবার ট্রোলের প্রতিক্রিয়া জানিয়েছে।

 

হ্যাঁ, কোহলির এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্তই তার প্রশংসা করেছেন। আবার এমন কিছু ব্যবহারকারীকে দেখা গেছে তাকে নিয়ে ট্রল করতে। এ নিয়ে এক ব্যবহারকারী লিখেছেন, ‘সে নেটেও শুটিং করতে পারছে না।’ আর এক ব্যবহারকারী লিখেছেন, ‘কোহলি অনুশীলন বেশি করে এবং পারফর্ম কম করে।’ এখন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোহলি ভক্ত ও বিরোধীদের মধ্যে নানান তর্ক-বিতর্কের ঝড় বইছে। দেখুন, Viral Video:

যাইহোক, ২৩ শে অক্টোবর শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান (India VS Pakistan) দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রথম ম্যাচ। এই ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থক ও খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার শেষ নাই। এমন পরিস্থিতিতে কোহলি যদি ২২ গজে ছন্দে থাকেন তাহলে পাকিস্তানের কপালে কষ্ট আছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে। তিনি গত কয়েক বছরে ছন্দে না থাকলেও বর্তমানে ফর্মে ফিরেছেন। এখন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোলির দিকে নজর থাকবে সকলেরই।