এক ঝাঁক তরুণ তুর্কি! এশিয়া কাপ ২০২৩-এ ভারতীয় দলে থাকতে পারেন এই সকল খেলোয়াড়রা

আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ২০২৩ (Asia Cup) এর জন্য ভারতীয় (India) দলে আসতে পারে বড় পরিবর্তন। শুরু থেকেই খবর মিলছিলো এই ম্যাচে ভারতের তরুণ ক্রিকেটারদের দিয়ে খেলানো হবে। কারণ একের পর ম্যাচে ব্যস্ত রয়েছেন ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড়রা। বর্তমানে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলছে। এরপর নেদারল্যান্ডসের ম্যাচও রয়েছে।

আরো পড়ুনঃ “একা রোহিতের সমালোচনা করা অন্যায়!”, ডব্লুটিসি ম্যাচ নিয়ে রোহিত শর্মার বিরুদ্ধে তীব্র নিন্দার জবাব দিলেন হরভজন সিং

তাই ব্যাক টু ব্যাক ম্যাচ খেলার পর এই সিনিয়র ক্রিকেটাররা এশিয়া কাপে আর অংশ নিতে পারবেন না। সেই মুহূর্তেই তাঁদের পরিবর্তে ভারতীয় দলে নেওয়া হবে তরুণ খেলোয়াড়দের।  এই ম্যাচে দলের অধিনায়ত্বের দায়িত্ব যাবে যশ ধুলের হাতে। ইনি গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ খেলোয়াড়। যশ ধুলের পাশাপাশি টিমে থাকবেন ফাস্ট বোলার রাজবর্ধন হাঙ্গারগেকার এবং তার সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা অলরাউন্ডার নিশান্ত সিন্ধুও।

Asia Cup team

গত বছর যশ ধুলের ম্যাচের পর ক্রিকেট ভক্তরা ইতিমধ্যেই আশাবাদী, তাঁকে দলের অধিনায়কের দায়িত্ব দিলে আসন্ন ম্যাচেও ভালো ফলই হতে পারে বলে মত অনেক ক্রিকেট প্রেমীর। এছাড়াও থাকতে পারেন কেকেআরের হর্ষিত রানা এবং সিএসকে-র দুর্দান্ত বোলার আকাশ সিং। অন্যদিকে প্রভসিমরান সিং, সাই সুদর্শন এবং ধ্রুব জুরেল এর মতন ক্রিকেটাররাও দলে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুনঃ কোহলি বা ধোনি নন, ইনিই ভারতের ধনী ক্রিকেটার! মোট সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন আপনিও

 প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপ (Asia Cup) র সম্ভাব্য ১৫ সদস্যের ভারতীয় দলে থাকতে পারেন যশ ধুল (অধিনায়ক), সাই সুদর্শন, অভিষেক শর্মা, মানব সুথার, নিকিন জোসে, প্রদোষ রঞ্জন পল, রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), যুবরাজ সিং দোদিয়া,  ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, আকাশ সিং এবং রাজবর্ধন হাঙ্গারগেকর।