ভারতীয় দলে যশপ্রীত বুমরার জায়গা নিতে পারেন এই তিন দুর্ধর্ষ বোলার, জানুন তাঁরা কে…

ভারতীয় (India) ক্রিকেটে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) একজন সুদক্ষ বোলার, কিন্তু তিনি ছাড়াও এমন কয়েকজন বোলার আছেন যারা সহজেই তাঁর স্থান নিতে পারেন। ক্রিকেট পিচে এই বোলাররাও তাঁর মতনই সুদক্ষ এবং নিপুণ। তাই আসন্ন বিশ্বকাপে তাঁর জায়গায় এই বোলারদেরও দলে জায়গা পাওয়ার সম্পূর্ণ সুযোগ রয়েছে। চোটের কারণে বেশ অনেকদিন বাইশ গজ থেকে দূরে ছিলো ভারতের এই অভিজ্ঞ বোলার।

আরো পড়ুনঃ “আমাদের খেলার জন্য একটা স্টেডিয়াম গড়ে দিন”, BCCI-র কাছে আবেদন ইরানের কোচের

পিঠের সমস্যায় দীর্ঘদিন ক্রিকেট খেলতে পারেন নি। তবে বর্তমানে তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি নিচ্ছেন। শোনা গিয়েছে এনসিএর নেটে প্রতি দিন সাত ওভার করে বল করছে। ধীরে ধীরে তিনি আগের ফর্মে ফিরছেন। তবে এতোকিছুর পরেও  একদিনের বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কিনা সেই নিয়েও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু ভারতে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) র জায়গা নিতে পারে এই অভিজ্ঞ বোলারদের মধ্যে একজন হলেন, ওমরান মালিক।

Umran Malik match

তিনি ভারতের একমাত্র ফাস্ট বোলার, যিনি ১৫০  কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি গতিতে একটানা বল করেন। তিনি বিশ্বকাপে সুযোগ পেলে ভারতীয় দলের ভালোই হবে। তিনি আইপিএলেও ভালো ফর্মে খেলেছেন। পরবর্তীতে আছেন মোহিত শর্মা, ইনি চলতি বছরের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ১৪টি ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন। মোহিত শর্মা ২০১৫ সালের অক্টোবরেই টিম ইন্ডিয়ার হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এই ক্রিকেটারও বোলিং- এ কম যায়না।

Mohsin Khan match

আরো পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট ভক্ত! তবে কি আসন্ন টেস্টে সেঞ্চুরি করবেন বিরাট কোহলি?

তিনি যদি মাঠে নামেন তো বিপক্ষ দলকে খুব সহজেই বিনাশ করতে পারবেন। তাই বিশ্বকাপে এই ক্রিকেটারের সুযোগ পাওয়াও কঠিন নয়। সর্বশেষে আছে মহসিন খান, এই ক্রিকেটার বল সুইং করায় পারদর্শী। চলতি বছরের আইপিএলে তিনি  ৫ ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন। এমনকি গত বছরের ম্যাচেও ভালো রেকর্ড ছিলো। তাই এই ক্রিকেটারেরও ভারতীয় দলে সুযোগ পাওয়া যে কোনো সময়ই নিশ্চিত।