এমএস ধোনি (MS Dhoni) ভারতীয় ক্রিকেট (Cricket) জগতে একজন অনবদ্য ক্রিকেট তারকা। বাইশ গজে থাকাকালীন তাঁর সৌজন্যে এমন অনেক ক্রিকেটার বাইশ গজে এসেছেন, যারা এখনো জমিয়ে খেলছেন। আবার এমন অনেক খেলোয়াড় আছেন যারা ক্রিকেট পিচ থেকে আস্তে আস্তে বহু দূর সরে গিয়েছেন। বলা যেতে পারে ক্রিকেট পিচে এইসব খেলোয়াড়দের সুযোগ দেওয়া বা খুঁজে আনা নিয়ে মাহির কম অবদান নয়। চলুন জেনে নেওয়া যাক ভারতের সেই সকল ক্রিকেটারদের কথা…
আরো পড়ুনঃ দ্বিতীয় টেস্টে কি অভিষেক হবে মুকেশ-রুতুরাজের, স্পষ্ট জানালেন রোহিত শর্মা
মনপ্রীত গনিঃ প্রথমেই আসা যাক এই খেলোয়াড়ের কথায়, ইনি আইপিএলের উদ্বোধনী মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে ভারতীয় ক্রিকেট ভক্তদের নজরে এসেছিলেন। ক্রিকেট জগতে আসার শুরুর দিকে তিনি ভালোই খেলতেন। এরপর ধোনি ২০০৮ সালে এনাকে এশিয়া কাপের জন্য ভারতীয় দলে সুযোগ দেন। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। ক্রিকেট ক্যারিয়ার থেকে একটু একটু করে সরতে সরতে ২০১৯ সালে ইনি অবসর নেন।
পবন নেগিঃ এই ক্রিকেটার ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন আইপিএল দলের হয়ে ক্রিকেট খেলেছেন। মনে করা হয় মাহির সৌজন্যেই এই ক্রিকেট তারকা বাইশ গজে খেলার সুযোগ পেয়েছিলেন। এমনকি তিনি এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ তে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর সেরকমভাবে তিনি জনপ্রিয়তা পাননি।
সুদীপ ত্যাগিঃ এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট থেকেই চেন্নাই সুপার কিংসে খেলার সুযোগ পেয়েছিলেন। বলা হয় মাহিই তাকে ভারতীয় দলে সুযোগ দিয়েছিলেন। ২০২০ সালে ক্রিকেট পিচ থেকে বিদায় নেওয়ার আগেই তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি চারটি ওয়ানডেতে অংশ নিয়েছিলেন।
শাদাব জাকাতিঃ সর্বশেষে আসা যাক এই খেলোয়াড়ের কথায় যিনি কিনা আইপিএলে ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত খেলেছিলেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) র সৌজন্যেই তিনি চেন্নাইয়ের দলে খেলতে এসেছিলেন। এই দলের হয়ে একাধিক ম্যাচও জিতেছেন। কিন্তু এরপরেই তিনি ক্রিকেট থেকে অবসর নেন।