ওডিআই বিশ্বকাপে (ODI World Cup) এবার ভারতীয় দলের জয়ের সম্ভবনা দেখছেন অসংখ্য ভারতীয় (India) ক্রিকেট ভক্ত। এর পিছনে রয়েছে দুটি বড় কারণ একটি, ঘরের মাঠেই অর্থাৎ ভারতে ম্যাচের আয়োজন। অন্যটি এই ম্যাচে ভারতীয় দলের বেশ কয়েকজন ভালো খেলোয়াড়ের কামব্যাক। যারা কিনা বেশ কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতার কারণে ক্রিকেট পিচ থেকে বিরতি নিয়েছিলেন। এই বছরের অক্টোবরেই শুরু হবে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup)। আসুন জেনে নেওয়া যাক এরমধ্যে কোন কোন খেলোয়াড়ের ফেরার সম্ভাবনা রয়েছে,
আরো পড়ুনঃবিশ্বকাপে যশস্বীর খেলার সম্ভাবনা শেষ, বড় আপডেট দিলেন সৌরভ গাঙ্গুলী
কেএল রাহুলঃ কেএল রাহুল টিম ইন্ডিয়ার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই আসন্ন ম্যাচ জেতাতে তাঁকে দলের সত্বর প্রয়োজন। কিন্তু এই বছর আইপিএলে, লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তবে অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন এই অভিজ্ঞ খেলোয়াড়। আশা করা হচ্ছে এবার ভারতীয় দলে তাঁর শীঘ্রই প্রত্যাবর্তন হবে।
ঋষভ পন্থঃ ঋষভ পন্থ টিম ইন্ডিয়ার একজন অন্যতম খেলোয়াড়। তবে গত বছর এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন, সেই ঘটনার পর সাময়িকভাবেই বাইশ গজে থেকে দূরে থাকতে হয়েছিলো পন্থকে। চিকিতসকরা জানিয়েছেন পন্থের যে লিগামেন্ট সার্জারি হয়েছে তার জন্য সুস্থ হয়ে উঠতে প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলে খুব শিগগিড়ি দলে ফিরবেন বলে মনে করা হচ্ছে।
যশপ্রীত বুমরাঃ যশপ্রীত বুমরা পিঠের সমস্যায় দীর্ঘদিন ক্রিকেট খেলতে পারেন নি। চোটের কারণে বেশ অনেকদিন বাইশ গজ থেকে দূরে ছিলো ভারতের এই অভিজ্ঞ বোলার। কিন্তু এখন আগের থেকে অনেকটাই সুস্থ তিনি, তাই একটু একটু করে প্র্যাক্টিসও শুরু করেছেন। তাই ভারতীয় দলে তিনি ফিরছেন এই কথা নিশ্চিত।
আরো পড়ুনঃবলিউডের বিখ্যাত পরিচালককে ডেট করছেন স্মৃতি মান্ধানা, জন্মদিনে এল বড় আপডেট
শ্রেয়াস আইয়ারঃ বেশ কিছু সময় ধরে পিঠের কিছু সমস্যা ভুগছিলেন এই ক্রিকেট তারকা। তাই দু মাস আগেই লন্ডনের হাসপাতালে তার পিঠে অস্ত্রোপচার হয়। তবে এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। এর সাথেই খবর মিলছে তিনি দ্রুতই ক্রিকেট পিচে ফিরবেন।