আর কয়েকদিন পরেই চিন (China) র হ্যাংজুতে এশিয়ান গেমসে অংশ নেবে ভারতীয় (India) ক্রিকেট দল। কিন্তু এশিয়ান গেমস অংশ নেওয়া ভারতের বেশকিছু ক্রিকেট তারকার বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে ক্রমেই বাড়ছে চিন্তা। এদের মধ্যে এই কয়েকজন ক্রিকেটার বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার প্রহর গুনছেন।
রুতুরাজ গায়কোয়াড়ঃ এই খেলোয়াড় বর্তমানে চলা ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পান নি। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি এই মৌসুমে ৮টি হাফ সেঞ্চুরির ভিত্তিতে ৫৯০ রান করেছিলেন। তবে আসন্ন আর কোন সিরিজে তাঁকে দেখা যাবে সেই নিয়ে প্রশ্ন থেকে গেছে। সামনে আয়ারল্যান্ড সফরও আছে, সেখানে এই খেলোয়াড়কে দেখা যেতেও পারে বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা।
শিবম দুবেঃ ওয়েস্ট ইন্ডিজ সফরেও দেখা মেলেনি এই খেলোয়াড়ের। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি আইপিএলে দারুণ ম্যাচ খেলে আলোচনায় এসেছিলেন। কিন্তু তারপরেই যেন ছন্দপতন ঘটে। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বকাপের স্বপ্ন এখনো ভাঙেনি। তবে এশিয়ান গেমসে খেলার জন্য হয়তো আর বিশ্বকাপ খেলা হবে না।
আরো পড়ুনঃ নজরে আয়ারল্যান্ড সফর! আসন্ন সিরিজে ভারতীয় দলের প্রধাণ কোচ হবেন ভিভিএস লক্ষ্মণ
মুকেশ কুমারঃ এই ক্রিকেট তারকা বর্ততমান ওয়েস্ট উইন্ডিজ সফরে সুযোগ পেয়েছেন। তবে বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কিনা তা এখনো বলা সম্ভব নয়, কারণ এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে তিনি চীন (China) এ খেলতে যাবেন। ফলত বিশ্বকাপে খেলা হবে কি হবেনা তাই নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
রবি বিষ্ণোইঃ এই ক্রিকেট তারকাও এশিয়ান গেমসে অংশ নেবেন। তবে আসন্ন বিশ্বকাপে তাঁকে ভারতীয় দলে দেখা যাবে কিনা তা এখনো বলা সম্ভব নয়। যদিও দুই বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নজির করেছিলেন। এখন শুধুই সময়ের অপেক্ষা।
আরো পড়ুনঃ এশিয়ার বাইরে ক্রমেই বাড়ছে খারাপ ফর্ম! তবে কি দ্বিতীয় টেস্ট চিন্তা বাড়াবে শুভমান গিলের…
আরশদীপ সিংঃ ভারতের আরেকজন অন্যতম ক্রিকেট তারকা আরশদীপও উনিশতম এশিয়ান গেমসে অংশ নেবেন। তবে তিনি ভেবেছিলেন বিশ্বকাপে তাঁর সুযোগ নিশ্চিত। কিন্তু এবার এশিয়ান গেমসে অংশ নেওয়ার ফলে ক্রমেই দূরে সরছে বিশ্বকাপের স্বপ্ন।