‘টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২’ (T-20 World Cup 2022) এর ভারত-বাংলাদেশ ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। দুই দলের সমর্থকরা তাকিয়ে ছিল নিজ নিজ দলের জয়ের দিকে। কারণ এই ম্যাচের জয় নির্ধারণ করতো সেমিফাইনাল। অনুষ্ঠিত ম্যাচের উভয় দলের পারফরমেন্স ছিল দারুন। তবে বৃষ্টির কারণে ICC, ‘DLS method’ অনুসরণ করে। অবশেষে ভারত ৫ রানে ম্যাচ জিতে নেই।
তবে এই ম্যাচকে নিয়ে ক্ষোভে ফুটছে বাংলাদেশি সমর্থকরা। ভারত জয়ে টুইটারে ট্রেন্ড করছে #cheating। আবারও BCCI এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনছে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের সমর্থকরা।
আসলে এই ম্যাচে (India Vs Bangladesh) ভারতীয় দল ২০ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং চলাকালীন বৃষ্টি খেলার বাধা হয়ে দাঁড়ায়। ৭ ওভারেই অস্থায়ীভাবে থেমে যায় খেলা। এরপর বৃষ্টি থামলে ‘ডার্কওয়ার্থ-লুইস’ অনুযায়ী, বাংলাদেশের ইনিংস দাঁড়ায় ১৬ ওভারে। বৃষ্টির পর পুনরায় খেলা চালু করাতেই অভিযোগ বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট দলের সমর্থকদের। তারা অভিযোগ করছেন যে আম্পায়াররা ভেজা আউটফিল্ড সত্ত্বেও ম্যাচ পুনরায় শুরু করে টিম ইন্ডিয়ার পক্ষ নিয়েছে।
আমরা আপনাকে বলি, এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে (India Vs Pakistan) ম্যাচে এরকম একটি ইস্যু দেখা গিয়েছিল। যেখানে নওয়াজের ‘নো’ বলকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। পাকিস্তানের সমর্থকরা দাবি করেছিলেন, আম্পায়ার বিরাট কোহলির ইশারায় ‘নো’ বল কল দিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও ঠিক এরকমই এক বিতর্ক তৈরি হয়েছে। তাছাড়া বাংলাদেশের অনেক সমর্থকরা মনে করছেন হার্দিক পান্ডিয়ার শেষ ওভারের শেষ বলটি ওয়াইড ছিল। সবমিলিয়ে পাকিস্তান ও বাংলাদেশ সমর্থকরা সোশ্যাল মিডিয়া ‘প্রতারণার’ ঝড় তুলছে।
https://twitter.com/zafarktk162/status/1587793327038111744?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1587793327038111744%7Ctwgr%5Edb9d340b55abc9417e626e8416df903e85e6e6c3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fsports%2Fcricket%2Find-vs-ban-match-hashtag-cheating-trend-on-social-media-t20-world-cup-2022%2F1422427
India in this #T20WorldCup :
Performance: 20%#Cheating and paying umpires: 80%#INDvsBAN pic.twitter.com/bqwsgwXu15
— Zain khan🇵🇰 (@MNSzainkhan) November 2, 2022
2 Captains, same opponent, same umpire, same tournament, Same Story. #cheating pic.twitter.com/dasSCOHEx2
— Hassan Saad (حسن سعد) (@HassanTweets01) November 2, 2022
ICC Defeated Bangladesh By 5 Runs. Upmires declared Man Of the Match.#ViratKohli𓃵#T20WC2022#cheating
— SiRaj Al BaKisTaNi (@iamalbakistani) November 2, 2022
এই দিন ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারের বিনিময়ে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলেন। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুটা করেছিল স্বপ্নের মত। লিটন দাসের ইনিংসটা ছিল দেখার মতো, যা সকলেরই নজর কেড়েছে। তিনি মাত্র ২৭ বালেই ৬০ রান করেছিলেন। বৃষ্টির আগে পর্যন্ত ভারতীয় বোলাররা কোন উইকেট ফেলতে পারেনি। কিন্তু বিরতির পর দারুণ কামব্যাক করেন ভারতীয় বোলাররা। হার্দিক ও আরশদীপের একই ওভারে ২-২ উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষমেষ ভারত ৫ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেই।