ফের ধাক্কা শ্রীলংকা ক্রিকেটে (Srilanka Cricket)। বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়ে এই মুহূর্তে জেলে রয়েছেন শ্রীলংকার এক ক্রিকেটার। এবার ফিক্সিং এর দায়ে ফেঁসে গেলেন শ্রীলংকার তারকা অলরাউন্ডার চামিরা করুণারত্নে (Chamira Karunaratne)।
করুণারত্নের বিরুদ্ধে ইতিমধ্যে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠেছে। বিশ্বকাপ সহ বেশ কয়েকটি সিরিজে তিনি পারফরম্যান্স করার নামে শুধুমাত্র অভিনয় করেছেন আর সেই কারণে করুণারত্নেকে (Chamira Karunaratne) এক বছরের জন্য সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল শ্রীলংকা ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে তাকে পাঁচ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ করছে করুণারত্নের (Chamira Karunaratne) বিরুদ্ধে। তিনি সাতটি ম্যাচে বল করে মাত্র তিনটি উইকেট নিয়েছেন। এছাড়াও ব্যাট হাতে চূড়ান্ত অসফল হয়েছে। আর তারপরই করুণারত্নের বিরুদ্ধে সন্দেহ তৈরি হয় শ্রীলংকা ক্রিকেট বোর্ডের।
শ্রীলংকার প্রাক্তন ক্রীড়া মন্ত্রী এবং বর্তমান বিরোধী দলনেতা নলিন বান্দারার সংসদে অভিযোগ করেন শ্রীলঙ্কান ক্রিকেটারদের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, শ্রীলংকা বনাম পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ সম্পূর্ণ ফিক্সড ছিল। আর সেই কারণেই দুই দল একটি করে ম্যাচ জিতে সিরিজ ড্র করেছিল। তিনি দাবি করেছেন এই বিষয়ে আইসিসির উচিত নিরপেক্ষ তদন্ত করা তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে।
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, “চামিরা করুণারত্নের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ জমা পড়েছে। সেগুলি আমরা তদন্ত করে দেখছি। আমরা চাই এই বিষয়ে আইসিসি নিরপেক্ষ তদন্ত করুক আর সেই কারণে আমরা আপাতত করুণারত্নেকে সমস্ত ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাচিত করলাম। এতে করুণারত্নের ক্রিকেট ক্যারিয়ারে খুব বেশি ক্ষতি হবে না। তবে অন্যান্য ক্রিকেটার যারা ক্রিকেটের সঙ্গে দুর্নীতি করার কথা ভাবছে তাদের জন্য একটা কড়া বার্তা গেল।”