মঙ্গলবার মুম্বাইয়ে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (Indian cricket board) ১৮ তম বার্ষিক সাধারণ সভা। আর এখানে সরকারিভাবে বিসিসিআই (Bcci) প্রেসিডেন্ট হিসেবে নতুন দায়িত্ব তুলে দেওয়া হয় ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার রজার বিনির (Roger Binny) হাতে। এতদিন পর্যন্ত এই পদে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav ganguly)। এবার তার পরিবর্তে নতুন প্রেসিডেন্ট হিসেবে যোগদান করলেন ৭৬ বছর বয়সী রজার বিনি।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত ভারত (India)। অপরদিকে দেশের মাটিতে হয়ে গেল বিসিসিআইয়ের (Bcci) বার্ষিক সাধারণ সভা। এইদিন শুধু নতুন প্রেসিডেন্ট এর নামই ঘোষণা করেনি বিসিসিআই, সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের আর বেশ কিছু কর্তার বদল হয়েছে। তবে গতবারের মতোই এবারও বিসিসিআই সচিব পদে থেকে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ।
আর এমন পরিস্থিতিতে রোহিত শর্মাদের নির্বাচক মন্ডলীতে পরিবর্তন আসতে চলেছে। মেয়াদ শেষ হওয়ার কারণে নির্ধারিত সময়ের মধ্যেই এবার সরে যেতে হবে পূর্বাঞ্চলের প্রতিনিধি দেবাশিস মোহান্তিকে। তিনি জুনিয়র এবং সিনিয়র ক্রিকেট মিলিয়ে মোট চার বছর প্রশাসক পদে থেকেছেন। যার কারণে মেয়াদ শেষ হওয়ার ফলে তাকে সরে যেতে হবে।
এর সঙ্গে আরও একটি খারাপ খবর ভারতীয় নির্বাচক প্রধান চেতন শর্মার জন্য। জানা গিয়েছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল যদি ভালো পারফরম্যান্স করতে না পারে তাহলে নির্বাচক প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হবে চেতন শর্মাকে। অর্থাৎ চেতন শর্মার ভাগ্য ঝুলছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরমেন্সের উপর।
সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিসিসিআই এর এক সিনিয়র কর্তা জানিয়েছেন, ‘চেতন এবং তাঁর প্যানেলের পারফরম্যান্সে বোর্ডের অন্দরে খুব বেশি লোক খুশি নয়। তবে বিসিসিআই নতুন ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠন না করা পর্যন্ত চেতন শর্মা কাজ চালিয়ে যাবেন।’ অর্থাৎ এখান থেকে এটাই স্পষ্ট যে বিসিসিআই আর খুব বেশি দিন এই পদে রাখবেন না চেতন শর্মাকে।