আর না রামিজ রাজার রাজত্ব, ‘PCB’-র প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ! সরকার দায়িত্বে নিয়ে এলেন নতুন মুখ

আর থাকছে না রামিজ রাজার রাজত্ব! পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) প্রধানের পদ থেকে অপসারণ করা হয়েছে। ইতিমধ্যেই প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজার (Rameez Raja) বোর্ড প্রেসিডেন্ট (Pakistan Cricket Board President) পদ ছাড়ার সিলমোহর পড়েছে। পাকিস্তান সরকারই PCB-র প্রেসিডেন্ট পদ থেকে রামিজ রাজাকে অপসারণ করেছে। সাথে সাথে তাঁরা পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট ঘোষণা করেছে। আগামী ৪ মাসের জন্য দল পরিচালনার জন্য নাজম শেঠির নেতৃত্বে ১৪ জনের একটি কমিটি তৈরি করেছে।

Rameez raja

পাকিস্তান ঘরের মাঠে টেস্ট সিরিজ ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। এরপরই বুধবার রাতে রামিজ রাজাকে সরানোর এক বিজ্ঞপ্তির প্রকাশ করে পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিজ্ঞপ্তি জারি করে কেবল ফেডারেল মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হতে হবে। বুধবারই শাহবাজ শরিফ জানিয়ে দিয়েছিলেন, নাজম শেঠিকে দেশের ক্রিকেট সংস্থার নতুন চেয়ারম্যান (PCB’s new chairman najam sheti) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

 

আমরা আপনাকে বলি, মাত্র ১৪ মাস আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যানের দায়িত্ব এসেছিলেন রামিজ রাজা। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে পাকিস্তান ৩-০ ব্যাবধানে হোয়াইটওয়াশের পরই অপসারণ করা হয় তাকে।

 

প্রসঙ্গত, রামিজ রাজা বোর্ডের দায়িত্বে আসার পর থেকে পাকিস্তান ক্রিকেটকে ফেরানোর জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন তিনি। তার সময়কালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলি পাকিস্তান সফরে আসে। শুধু তাই নয়, তার পরিচালনায় পাকিস্তান দল (Pakistan Cricket) টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছেছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ লজ্জাজনক ভাবে হারের পরেই সরতে হচ্ছে রামিজকে। জানিয়ে দি, পাকিস্তান সরকারই দেশের ক্রিকেট বোর্ডকে সরাসরি নিয়ন্ত্রণ করেন।

PCB's new chairman najam sethi

উল্লেখ্য, PCB-র তরফ থেকেই দেশের প্রধানমন্ত্রীকে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের জন্য প্রার্থী মনোনয়নের সুযোগ দেওয়া হয়। দেশের সরকারের মনোনীত প্রার্থীদের মধ্যেই একজনকে চেয়ারম্যান নিয়োগ করা হয়। খবর অনুযায়ী, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শেরিফ রামিজ রাজার পরিবর্তে PCB-র চেয়ারম্যান হচ্ছেন নাজম শেঠি। শোনা যাচ্ছে, স্থান ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের একাংশ রামিজ রাজার কাজের ধরন নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তারপর সমর্থকরা নিজেদের দেশে পরপর দুই টেস্ট সিরিজ হারাটাও মেনে নিতে পারেননি। যার ফলে তাকে পদ থেকে অপসারণ করতে হল।