ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট ধরার সিদ্ধান্ত! তবে কি এবার কেকেআর থেকে বিদায় নেবেন আন্দ্রে রাসেল?

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চেয়ে কেকেআর (KKR) দলকে চিন্তায় ফেললেন আন্দ্রে রাসেল (Andre Russell)। এদিন নিজেই জানিয়েছেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে খেলেছিলেন। কিন্তু দুই বছর পেরিয়ে যাওয়ার পরে তিনি নিজের দলের হয়ে খেলতে পারেন নি। তাই ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি দলে ফিরতে চান। আইপিএল ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগগুলিতে খেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

আরো পড়ুনঃ দুলীপ ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করে খুব শীঘ্রই ভারতীয় দলে ডাক পেতে চলেছেন এই তিন ক্রিকেটার

বিপিএল, পিএসএল, আরব আমিরশাহী সহ একাধিক লিগ রয়েছে এই তালিকায়।  তাই এবার তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট ধরতে চান।আন্দ্রে রাসেল (Andre Russell) জানিয়েছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে খেলার জন্য গোটা দুয়েক ফ্র্যাঞ্চাইজ়ি খেলব না দরকার হলে। আমি ওয়েস্ট ইন্ডিজ়কে বিশ্বকাপে সেরা সুযোগ করে দিতে চাই। দেশের হয়ে খেলতে চাইছি, নিজের সেরাটা ওয়েস্ট ইন্ডিজ়ের জন্য দিতে চাই। আমার পক্ষে যা যা করা সম্ভব, অবদান রাখা সম্ভব সব করতে রাজি আছি।’’

Andre Russell in KKR match

এদিন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে তিনি আরো বলেছেন, ‘‘ভারতের বিরুদ্ধে সিরিজ়টা খেলার ইচ্ছে ছিল আমার। কিন্তু এই সিরিজ়ে খেলার জন্য আমাকে কেউ বলেনি। তাই আমি নিজের কাজে মন দিয়েছি। যেটা আমার কাজ সেটাই করছি। প্রতি দিন কঠোর অনুশীলন করি।’’ অবশ্য ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে তাঁর মনোমালিন্যের কথাও বাদ দেওয়ার মতন নয়।

আরো পড়ুনঃ জন্মদিনে ২৪ শে পা ইশান কিষানের, উপহার নিয়ে রসিকতা করলেন রোহিত শর্মা! দেখুন মজার ভিডিও…

আসন্ন বিশ্বকাপে খেলতে হলে তাঁকে এখনো অপেক্ষা করতে হবে। কিন্তু দলের হয়ে খেলতে গেলে সমস্যায় পড়তে হতে পারে কেকেআর টিমকে। সেই জায়গায় তাঁর বিকল্প হিসেবে কে আসতে পারে বা কি হবে সেটা নিয়েও ধন্দ্ব রয়ে যাচ্ছে।  ওয়েস্ট ইন্ডিজ দলে এই অভিজ্ঞ ক্রিকেটারের প্রত্যাবর্তনের খবর যেমন আনন্দের ঠিক ততোটাই চিন্তা বাড়াচ্ছে কেকেআর ভক্তদের।