সামনের বছর দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) খেলতে চান আন্দ্রে রাসেল (Andre Russell)। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে খেলেছিলেন এই ক্রিকেট তারকা। এরপর ক্যারিবিয়ান দলের হয়ে তিনি আর কোনো ম্যাচ খেলেন নি। আর তিন বছর পর আবার ২০২৪ সালে বিশ্বকাপে অংশ নিতে ইচ্ছুক এই অভিজ্ঞ খেলোয়াড়। ২০২৪ এ বিশ্বকাপের আয়োজন হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকায়।
আরো পড়ুনঃ বলিউডের ক্রিকেট যোগ! এই ক্রিকেটার নাকি বলি তারকা গোবিন্দার জামাই, জানুন আসল ঘটনা …
এদিন তিনি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে বলেন, “আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই। দলে সুযোগ পেলে সেটা আমার জন্য দারুণ একটা ব্যাপার হবে। ওয়েস্ট ইন্ডিজ় আমাকে পাবে। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে গোটা দুয়েক সিরিজ় খেলতে চাই। হঠাৎ গিয়ে বিশ্বকাপ খেলতে নেমে পড়ার কথা বলছি না। তেমন চাই না।’’ তিনি আরো বলেন, “দেশের হয়ে খেলতে চাইছি। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে খেলার জন্য গোটা দুয়েক ফ্র্যাঞ্চাইজ়ি খেলব না দরকার হলে।
নিজের সেরাটা ওয়েস্ট ইন্ডিজ়ের জন্য দিতে চাই। ওয়েস্ট ইন্ডিজ়কে বিশ্বকাপে সেরা সুযোগ করে দিতে চাই আমি। আমার পক্ষে যা যা করা সম্ভব, অবদান রাখা সম্ভব সব করতে রাজি আছি।’’ প্রসঙ্গত, বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরেও এই দলের খারাপ ফর্মের আভাস মিলেছে। ভারতের বিপক্ষে ক্যারিবিয়ান দল তেমন সুবিধা করতে পারেনি। সেই জায়গায় ভারত দারুণ ফর্মে রয়েছে। ক্যারিবিয়ান দল বেশ কয়েকটি ম্যাচেই ভালো খেলতে পারেনি। পাশাপাশি এ বছরের বিশ্বকাপ থেকেও ছিটকে গেছে এই দল।
আরো পড়ুনঃ দ্বিতীয় টেস্টে কি অভিষেক হবে মুকেশ-রুতুরাজের, স্পষ্ট জানালেন রোহিত শর্মা
তাই দলের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতেই এবার সামনের বছরের বিশ্বকাপ খেলতে চান আন্দ্রে রাসেল (Andre Russell)। যদিও দলের সাথে তাঁর মনোমালিন্যের কথা কারোই অজানা নয়। তবুও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই ক্রিকেট ভক্তদের একাংশ অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছে। অবশ্য তা অফিশিয়ালি কোনো নোটিশের মাধ্যমে জানানো হয়নি। তবে সব ঠিক থাকলে ক্যারিবিয়ান দলে আবার ফিরবে এই অভিজ্ঞ ক্রিকেটার।