আরও এক ওপেনার টেস্ট দলে ঢুকলো, যশস্বীকে নিয়ে মুখ খুললেন মায়াঙ্ক, বললেন…

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে অস্ট্রেলিয়া কাছে ২০৫ রানের বিরাট ব্যবধানে হেরে টেস্ট বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের (Indian Cricket Team)। তারপর দীর্ঘ এক মাসের বিরতি নিয়েছিল ভারতীয় দল। নতুন করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই এবারের বিশ্বকাপ টেস্ট চক্র শুরু করেছে ভারত (India)

অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল ম্যাচে হেরে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ থেকেই সেই পরিবর্তন লক্ষ্য করা গেল। পুজারার মতো সিনিয়র ক্রিকেটারকে এই সিরিজে বাদ দেওয়া হয়েছে। দলে নেওয়া হয়েছে একাধিক তরুণ ক্রিকেটারকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন তরুণ বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)

আরও পড়ুন:- অনিল কুম্বলে, শেন ওয়ার্নকে পিছনে ফেলে দ্রুততম বোলার হিসেবে বিশ্বরেকর্ড করলেন অশ্বিন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টেস্ট সিরিজের মধ্যে দিয়ে নিজের নতুন ক্রিকেট ক্যারিয়ার শুরু করছেন যশস্বী জয়সওয়াল। ম্যাচ শুরু হওয়ার আগেই অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন এই ম্যাচে যশস্বী ওপেন করতে চলেছেন। দীর্ঘদিন ধরে ওপেনিংয়ে বাঁহাতি ডানহাতি কম্বিনেশন নিয়ে চিন্তাভাবনা করছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যশস্বী ওপেন করায় ভারতের সেই চিন্তা দূর হল।

আরও পড়ুন:- প্রথম দিনেই চালকের আসনে ভারত, ব্যাটে-বলে ধরাশয়ী ওয়েস্ট ইন্ডিজ

যশস্বী ভারতীয় দলে সুযোগ পাওয়ায় টেস্ট ক্রিকেটে আরও একজন নতুন ওপেনার ব্যাটসম্যান যুক্ত হল ভারতের সঙ্গে। এক্ষেত্রে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের দলে ফেরার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে গেল। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন মায়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal)।

এদিন এই প্রসঙ্গে মুখ খোলেন মায়াঙ্ক (Mayank Agarwal)। তিনি বলেন, ” আমি এই বিষয় নিয়ে খুব একটা চিন্তাভাবনা করি না। দলে সুযোগ আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে আমি সেটা নিয়েই ভাবি। দলে সুযোগ পেলে সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং রান করার চেষ্টা করি, আমি চাই সব সময় ম্যাচ জিততে।”
উল্লেখ্য, এবারের ঘরোয়া ক্রিকেটে অর্থাৎ রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করেন ভারতের এই ওপেনার। ২০২২-২৩ রঞ্জি ট্রফি মরশুমে ৯৯০ রান করেন তিনি। কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে নির্বাচকরা ঘরোয়া ক্রিকেটের পরিবর্তে আইপিএলকেই বেশি প্রাধান্য দেয়। সেই কারণে হয়তো সুযোগ পাচ্ছেন না মায়াঙ্ক।