রাহুল-ধাওয়ানকে বাদ দিয়ে এই তরুণ ক্রিকেটারকে বিশ্বকাপে ভারতের ওপেনিংয়ে দেখতে চান ব্রেট লি

২০২২ সাল ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) জন্য খুব একটা ভালো যায়নি। বেশ কিছু ভালো মুহূর্ত থাকলেও বেশিরভাগ সময়টাই কেটেছে খারাপ সময়ের মধ্যে দিয়ে। কারণ ২০২২ সালে পরপর দুটি বড় টুর্নামেন্টে হারের স্বীকার হতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমে এশিয়া কাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোর থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে (India)। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড এর কাছে ১০ উইকেটের লজ্জার হার হেরে বিদায় নিয়েছিল ভারত (India)।

এমন পরিস্থিতিতে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ঘরের মাঠে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ এর আসর বসতে চলেছে। বিশ্বকাপের জন্য হাতে আর এক বছরেরও কম সময় রয়েছে। আর এমন পরিস্থিতিতে ভারতীয় দল সাজানো নিয়ে বড় চিন্তায় পড়ে গিয়েছেন নির্বাচকরা।

দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে ওপেনিং করে আসছেন কে এল রাহুল এবং শিখর ধাওয়ান। তারা ক্রমাগত ব্যাট হাতে ফ্লপ হচ্ছেন। ভারতীয় ওপেনিং জুটির এমন হতাশাজনক পারফরমেন্স দেখে বিরক্ত হয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। তারা চাইছেন নতুন কোন ক্রিকেটার ভারতের ওপেনিং এর দায়িত্ব দিতে এবং তারা ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দিক।

এবার ভারতের ওপেনিং জুটি নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ব্রেট লি। তার মতে রোহিত শর্মা সুস্থ হলে তিনি যে ভারতের ওপেনিং করবেন সেটা একপ্রকার নিশ্চিত কিন্তু রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন সেটাই এখন বড় প্রশ্ন। তিনি জানিয়েছেন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন ঈশান কিসান।

এইদিন ব্রেট লি বলেন, ” ২০২৩ সালে ভারতের ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। আমি চাই এই বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করুক ঈশান কিশান। তিনি সদ্য ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। আর এত কম বয়সে ডবল সেঞ্চুরি করা কখনো সহজ নয়। জানিনা আমার কথা ঠিক হবে কিনা, তবে আমি চাই রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে আসুক তরুণ ব্যাটসম্যান ঈশান কিষান।”