মেসির দুরন্ত গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

শনিবার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা (Argentina) এবং অস্ট্রেলিয়া (Australia)। প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল লিওনেল মেসির (Leo Messi) আর্জেন্টিনা (Argentina)।

এইদিন খেলা শুরু থেকেই দাপট দেখাচ্ছিল আর্জেন্টিনা। শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে গোল তুলে নেওয়ার চেষ্টায় ছিল মেসিরা (Leo Messi)। অপরদিকে নিজেদের রক্ষণ মজবুত রেখে প্রতি আক্রমণে বারবার উঠে আসছিল অস্ট্রেলিয়া (Australia)। এইদিন মেসিকে সামনে রেখেই গোল করার চেষ্টা করছিল আর্জেন্টিনা দল কিন্তু বারবার অস্ট্রেলিয়ার রক্ষণে গিয়ে আটকে যাচ্ছিল মেসিরা।

এইদিন খেলা শুরু থেকে আর্জেন্টিনা আক্রমণ করলেও প্রতি আক্রমণে বেশ কয়েকবার আর্জেন্টিনার বক্সে ঢুকে পড়েছিল অস্ট্রেলিয়ার স্ট্রাইকাররা। তবে তারা গোল করতে পারেনি। অপরদিকে মাঝ মাঠ থেকেই নিজেদের রক্ষণ সুকৌশলে সাজিয়ে বারবার মেসিদের আক্রমণ আটকে দিচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের ছোট্ট একটি ভুল থেকেই গোল তুলে আর্জেন্টিনা কে এগিয়ে দিলেন সেই লিওনের মেসি।

ম্যাচের ৩৫ মিনিটের মাথায় কর্নার ক্ল্যাগের কাছে ফাউল করে অস্ট্রেলিয়া। ফ্রিকিক পেয়ে যায় আর্জেন্টিনা। মেসির ফ্রিকিকের জোরালো শট আটকে দেয় অস্ট্রেলিয়ার গোল রক্ষক। তবে ফিরতি বলে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেয় মেসি।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের মাথায় ফের গোল করে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ায় জুলিয়ান আলভারেস। ৭৭ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে অস্ট্রেলিয়ার হয়ে ব্যবধান কমিয়ে দেন আর্জেন্টিনার এনজো ফের্নান্দেস। তারপর দুই দলের ফুটবলাররা একাধিক সুযোগ পেলেও আর কোন গোল হয়নি। ২-১ ব্যবধানে প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা।