সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) হচ্ছেন ক্রিকেটের ভগবান। ভারত তথা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে সচিনের কোটি কোটি ভক্ত। সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) একজন ভারতীয় ক্রিকেটার হলেও তার ভক্ত রয়েছে সারা বিশ্বজুড়েই। সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকারও (ArjunTendulkar) একজন ক্রিকেটার। তবে তিনি তার বাবার মতো সুনাম এখনো করতে পারে নি।
Like father, like son! 💯#SachinTendulkar #ArjunTendulkar #RanjiTrophy pic.twitter.com/S1hJr8PrbO
— 100MB (@100MasterBlastr) December 14, 2022
এবার ধীরে ধীরে নিজের পারফরম্যান্স এর মধ্যে দিয়ে ভারতের জাতীয় দলের দিকে এগিয়ে যাচ্ছে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকার (ArjunTendulkar)। মুম্বাইয়ের বাসিন্দা হওয়ার কারণে প্রথমে মুম্বাইয়ের হয়ে খেলা শুরু করেছিলেন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার কিন্তু মুম্বাই দলে সুযোগ না পাওয়ার কারণে তিনি গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
এইদিন রঞ্জি ট্রফির ম্যাচে গোয়ার হয়ে খেলতে নামেন অর্জুন তেন্ডুলকার। আর এই ম্যাচে খেলতে নেমেই বাজিমাত করলেন তিনি। এইদিন রঞ্জি ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল গোয়া এবং রাজস্থান। আর রাজস্থানের বিরুদ্ধে অভিষেক হয় শচীন পুত্র অর্জুন তেন্ডুলকারের।
গোয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচে খেলতে নেমেই বাজিমাত করলেন তিনি। শচীন টেন্ডুলকারের ছেলে একজন অলরাউন্ডার হলেও তিনি জোরে বোলার হিসেবেই বেশি পরিচিত কিন্তু এই ম্যাচে রাজস্থানের হয়ে ৭ নম্বরে ব্যাটিং করতে এসে দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। আর সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন তার বাবা অর্থাৎ শচীন টেন্ডুলকারের রেকর্ড।
এইদিন সাত নম্বরে ব্যাটিং করতে এসে ১৭৭ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করে সচিন পুত্র অর্জুন টেন্ডুলকার। শেষ পর্যন্ত ২০৭ বলে ১২০ রানের ইনিংস খেলে আউট হয়ে যান তিনি। তার এই ইনিংসটি সাজানো ছিল ১৪ টি চার এবং দুটি ছক্কা দিয়ে।
Arjun Tendulkar is following the footsteps of legend Sachin Tendulkar.#RanjiTroph2022 | @sachin_rt | pic.twitter.com/lb6pzU3DeI
— CricTracker (@Cricketracker) December 14, 2022
১৯৮৮ সালে মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অর্থাৎ রঞ্জিত ট্রফির ম্যাচে অভিষেক হয় শচীন টেন্ডুলকারের। আর সেই অভিষেক ম্যাচে গুজরাটের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার। ৩৪ বছর পর সচিনের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন তারই পুত্র অর্জুন তেন্ডুলকার।