অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) না রেখে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়া বিরুদ্ধে সেই ম্যাচে গো হারা হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ডাব্লিউটিসি ফাইনালে অশ্বিনকে (Ravichandran Ashwin) প্রথম একাদশে না রাখায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। অশ্বিন কে দলে না রাখায় সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকারের মতো ভারতের প্রাক্তন কিংবদন্তিরা একযোগে আওয়াজ তোলেন।
🚨 Milestone Alert 🚨
7⃣0⃣0⃣ wickets in international cricket for @ashwinravi99! 👌 👌
Well done! 👏👏
Follow the match ▶️ https://t.co/FWI05P4Bnd #TeamIndia | #WIvIND pic.twitter.com/P6u5w7yhNa
— BCCI (@BCCI) July 12, 2023
অশ্বিনকে দলে না রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে কত বড় ভুল করেছিলেন সেটা ফের একবার প্রমাণ করে দিলেন অশ্বিন (Ravichandran Ashwin)। ডব্লিউটিসি ফাইনালের পর কয়েক মাসের বিরতি নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে খেলতে নেমেছে রোহিত শর্মা। আর এই ম্যাচে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে অশ্বিন প্রমাণ করে দিলেন তিনিই এখনো পর্যন্ত টেস্টের সেরা বোলার।
আরও পড়ুন:- প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অশ্বিনের দুরন্ত বোলিংয়ের দাপটে মাত্র ১৫০ রানের শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এই ইনিংসে ২৪.৩ ওভার বল করে মাত্র ৬০ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেয় অশ্বিন।
আরও পড়ুন:- প্রথম দিনেই চালকের আসনে ভারত, ব্যাটে-বলে ধরাশয়ী ওয়েস্ট ইন্ডিজ
এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে একটি ব্যক্তিগত রেকর্ড করে ফেলেছেন অশ্বিন। এই ম্যাচ শুরু হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৯৭ টি উইকেট ছিল অশ্বিনের। এই ম্যাচে ৫ টি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক টপকে গেলেন অশ্বিন।
When nothing happened, we 'turned' to Ashwin!
..#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/wwPuS1QZG2
— FanCode (@FanCode) July 12, 2023
এদিন ৭০০ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নকে টপকে গেলেন অশ্বিন। বিশ্বের দ্বিতীয় দ্রুততম বলার হিসেবে আন্তর্জাতিক ৭০০ টি উইকেটের মালিক হলেন অশ্বিন। এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মুথইয়া মুরলিধরন, তিনি ৩০৮টি ইনিংসে ৭০০ টি উইকেটে নিয়েছিলেন। অশ্বিন ৭০০ টি উইকেটে নিলেন ৩৫১টি ইনিংসে। ৩৫৪ টি ইনিংসে ৭০০ টি উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শেন ওয়ার্ন। অনিল কুম্বলে ৭০০ টি উইকেট নিয়েছিলেন ৩৮৯টি ইনিংসে।