টসের সময় মাঠে পড়ে থাকা জ্যাকেটের গন্ধ শুঁকছিলেন অশ্বিন, ব্যাপক ভাইরাল ভিডিও

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট (Cricket) খেলা। ক্রিকেট খেলা বর্তমানে বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই অনুষ্ঠিত হয়। এই ক্রিকেট মাঠে ক্রিকেট খেলার বাইরেও এমন বেশ কিছু ঘটনা ঘটে থাকে যা অনেক সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এবার তেমনই একটি ঘটনা ঘটলো ভারত (India) বনাম জিম্বাবুয়ে ম্যাচ চলাকালীন।

ভারত জিম্বাবুয়ে ম্যাচে টসের সময় যখন দলের সম্পর্কে কথা বলছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তখন মাঠে এক আজব ঘটনা ঘটিয়ে ফেললেন ভারতীয় দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Rabichandran Aswine)। জিম্বাবোয়ের বিরুদ্ধে টসের সময় অশ্বিনকে দেখা গেল মাঠে পড়ে থাকা দু’টি জ্যাকেট তুলে গন্ধ শুঁকতে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অশ্বিনের সেই কর্মকাণ্ড এর ভিডিও। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে টসের পর যখন ব্যাটিং নেওয়ার পর নিজের দল সম্পর্কে মন্তব্য রাখছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ঠিক সেই সময় রোহিত শর্মার পিছনে দাঁড়িয়ে মাঠ থেকে দুটো জ্যাকেট তুলে গন্ধ শুকছিলেন অশ্বিন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন ভাবে অশ্বিনকে (Rabichandran Aswine) ট্রোল করা হচ্ছে।

এই ভিডিও দেখে এক ক্রিকেট ভক্ত মজা করে লিখেছেন, “অশ্বিন হয়তো গন্ধ শুঁকে দেখছিলেন কোন জ্যাকেটটা কাচতে দেবেন।” আরেক ভক্ত লিখেছেন, “অশ্বিন হয়তো নিজের জ্যাকেট খুঁজে পাচ্ছিলেন না। তাই গন্ধ শুকে নিজের জ্যাকেট বিচার করছিলেন।”

ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এই ভিডিও শেয়ার করে অশ্বিনের এর কাছে জানতে চেয়েছিলেন আসল ঘটনা কি? পরে অবশ্য এই প্রসঙ্গে মুখ খুলেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তিনি জানিয়েছেন,
“প্রথমে দেখলাম সাইজ আলাদা কি না, তার পর দেখলাম নাম লেখা আছে কি না, তার পর দেখলাম আমি যে সুগন্ধি ব্যবহার করি সেটার গন্ধ আছে কি না। ক্যামেরাম্যানকে প্রণাম।”