আফগানিস্তান ক্রিকেট এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023)-এর জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। দীর্ঘ ৬ বছর পর এই দলে ফিরেছেন অলরাউন্ডার করিম জানাত। শেষবার ২০১৭ সালে, তিনি আফগানিস্তানে হয়ে ওডিআই খেলতে মাঠে নেমেছিলেন। এছাড়া, আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে জায়গা পেয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান। বাঁ-হাতি ব্যাটসম্যান হাশমতুল্লাহ শাহিদি ৩০শে আগস্ট থেকে ১৭ই সেপ্টেম্বর পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে আফগানিস্তানের নেতৃত্ব দেবেন।
পাকিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের সময় দলের অংশ হওয়া মোহাম্মদ সেলিম সাফি এবং আবদুল রেহমানকে দলে ধরে রাখা হয়েছে, তবে ফরিদ আহমেদ এবং লয়েল মোমান্দকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ইনজুরির কারণে দলে রাখা হয়নি অলরাউন্ডার আজমতুল্লাহ উমরজাইকে।
২৫ বছর বয়সী জানত ২০১৭ সালে হারারে’তে জিম্বাবুয়ের বিপক্ষে তার ওডিআই অভিষেক করেছিলেন, কিন্তু তারপর থেকে একটিও ওয়ানডে খেলেননি তিনি। যদিও তিনি একটি টেস্ট এবং ৪৯ টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন।
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের স্কোয়াড নিম্নরূপ:
হাশমতুল্লাহ শাহিদি (C), রহমানুল্লাহ গুরবাজ (WK), ইকরাম আলীখিল (WK), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, আব্দুল রহমান, শরফুদ্দিন আশরাফ, মুজিব উর রেহমান, নূর আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি, ফজল হক ফারুকী।