টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই গ্রূপ পর্বের অংক জটিল হচ্ছে। তার একমাত্র কারণ বৃষ্টি। বৃষ্টির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) একের পর এক ম্যাচ ভেস্তে যাচ্ছে এবং গ্রুপ পর্বের অংক আরও কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রূপ 1, বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ ভেস্তে যাওয়ায় এই মুহূর্তে খুবই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে গ্রূপ 1 এর দল গুলি।
শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 world cup) দুটি হাই ভোল্টেজ ম্যাচ ছিল। একদিকে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া (Australia) ও ইংল্যান্ডের (England), অপরদিকে মুখোমুখি হত আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। তবে বৃষ্টির কারণে এই দুটি ম্যাচই ভেস্তে যায়। প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর মাঠে একটু রোদের দেখা দিয়েছিল, অনেকে ভেবেছিল দ্বিতীয় ম্যাচটি হয়তো সুষ্ঠু হবে অনুষ্ঠিত হবে। তবে না, ফের বৃষ্টি নামায় ভেস্তে গেল দ্বিতীয় ম্যাচও।
আর এই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের। দুই দলের কাছেই এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুই দলকেই এই ম্যাচ জিততে হত। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে।
এই মুহূর্তে গ্রূপে 1 এর যা পরিস্থিতি তাতে নিজেদের ঘরের মাঠেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে চলেছে আয়োজক দেশ অস্ট্রেলিয়া। এই মুহূর্তে গ্রূপে 1 এর প্রথম চারটি দলেরই তিন পয়েন্ট করে রয়েছে। নিউজ়িল্যান্ডের রান রেট সবচেয়ে ভাল, ৪.৪৫০। এর পরেই রয়েছে ইংল্যান্ড, ০.২৩৯। তারপর অস্ট্রেলিয়ার থাকার কথা থাকলেও ইংল্যান্ড কে হারিয়ে -১.১৬৯ রান রেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
এখনও বাকি রয়েছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। সেই ম্যাচে ইংল্যান্ড জিতলেও গ্রূপে 1 এর সেমিফাইনালিস্ট রান রেটের বিচারেই হবে। অপরদিকে আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে না হওয়ায় হতাশ দুই দেশের অধিনায়কই। কারণ তারাও সেমি ফাইনালে ওঠার আসায় ছিল।