তবে কি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ডেভিড ওয়ার্নার? স্ত্রীর ইন্সটা পোস্ট ঘিরে ক্রমেই বাড়ছে জল্পনা

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া (Australia) র ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner) র বাজে ফর্ম নিয়ে ইতিমধ্যেই তাঁর ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চয়তায় রয়েছে। এবার সেই অনিশ্চয়তা আরো একধাপ বেড়ে গেলো অজি ক্রিকেটারের স্ত্রীর ইন্সটা পোস্ট দেখে। অস্ট্রেলিয়ার এই ক্রিকেট তারকার  স্ত্রী ক্যান্ডিস সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ফোটো পোস্ট করেছেন। সেখানে পরিবারের সবার সাথে ছবি দিয়ে তিনি লিখেছেন, “টেস্ট ক্রিকেটে আমাদের একটি যুগের সমাপ্তি। সময়টা দারুণ কেটেছে। আমাদের নারী গ্যাং বরাবরই তোমার সবচেয়ে বড় সাপোর্টার। ভালবাসা রইল।”

আরো পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ছুটি দ্রাবিড়ের! ভারতের নতুন কোচ হচ্ছেন এই কিংবদন্তি

ছবিতে অজি ক্রিকেটারের পাশাপাশি তাঁর স্ত্রী এবং তাঁর তিন মেয়েকেও দেখা গিয়েছে। আর এই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসতেই ক্রিকেট ভক্তদের অনেকেই মনে করছেন তাহলে তিনি এবার অবসর নেবেন। আবার অনেকে মনে করছেন হয়তো এমনিই এই ছবিটি দিয়ে লেখাটি পোস্ট করা হয়েছে। কিন্তু আসলে এই পোস্টের পেছনে কি উদ্দেশ্য তা এখনো রহস্য হয়েই থেকে গেছে। প্রসঙ্গত, অ্যাশেজ সিরিজে ক্রমাগত খারাপ ফর্ম রাখার কারনে ডেভিড ওয়ার্নার (David Warner) কে নিয়ে নানা প্রশ্ন উঠছিলো।

 

 

এমনকি খবর ছিলো পরের বছরের জানুয়ারিতে শেষ টেস্ট ম্যাচের পরই তিনি অবসর নেবেন। কিন্তু অ্যাশেজে খারাপ পারফর্ম করার পরেই কি সিদ্ধান্ত বদল হল, তাও সঠিক বোঝা যাচ্ছে না। আবার অন্যদিকে দলে ফিরতে পারেন ক্যামেরন গ্রিন। আর গ্রিনকে দলে ফেরানো হলে সেই জায়গায় অন্য কেউ থাকবে না। তাই মনে করা হচ্ছে  এটাই সম্ভবত এই অজি ক্রিকেটারের শেষ ইংল্যান্ড সফর। এই বিষয়ে প্যাট কামিন্স বলেছেন, “আমরা আমাদের সমস্ত বিকল্প অপশন খোলা রাখছি।

আরো পড়ুনঃ ছাঁটাই হবেন রোহিত! টেস্ট অধিনায়কত্বে ফিরছেন বিরাট কোহলি, দাবী নির্বাচক প্রধানের

আমাদের হাতে ৯-১০ দিন বাকি রয়েছে। আমরা এখন হালকা মেজাজে থাকব। সমস্ত বিষয় নিয়ে ভাববো। তার পর সবাই ক্রিকেটে ফিরব। আশা করছি এর মধ্যে ক্যামেরন গ্রিন ম্যাঞ্চেস্টারের জন্য ফিট হয়ে যাবে। ফলে আমাদের হাতে পূর্ণ শক্তির স্কোয়াড থাকবে। আমরা পুরো বিষয়টি দেখবো, নিজেদের মধ্যে আলোচনা করব।”