বাদ উনাদকাট, দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন এই তারকা ক্রিকেটার

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তারপর ওয়ানডে সিরিজ এবং তারপর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যেই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচে ইনিংস এবং ১৪১ রানের বিরাট ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গিয়েছে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ফলাফলে এগিয়ে গিয়েছে রোহিত শর্মারা (Rohit Sharma)।

India vs WestIndies

প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করে ১৫০ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৪২২ রান করে ইনিংস ডিক্লেয়ার দেয় রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন:- ‘ওরা কথা দিয়ে কথা রাখেনি’, কোহলিদের উপর ক্ষোভ উগড়ে দিলেন অভিমানী চাহাল

এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। অশ্বিন একাই ১২টি উইকেট তুলে নেন, অপরদিকে জাদেজা পেয়েছেন চারটি উইকেট। ডমিনিকার পিচ মূলত স্পিন সহায়ক হওয়ায় বল হাতে একেবারে নিষ্প্রাণ দেখায় ভারতের ফাস্ট বোলার জয়দেব উনাদকাটকে। দুই ইনিংসে একটিও উইকেট পাননি তিনি।

আরও পড়ুন:- “আমাদের খেলার জন্য একটা স্টেডিয়াম গড়ে দিন”, BCCI-র কাছে আবেদন ইরানের কোচের

ডমিনিকার পিচ মূলত স্পিন সহায়ক হলেও বল হাতে কিছুটা হলেও সাফল্য পেয়েছেন মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর। সিরাজ দুটি এবং সার্থক ঠাকুর একটি উইকেট পেয়েছেন। এই বোলারদের খেলতে সমস্যা হচ্ছিল ক্যারিবিয়ান ব্যাটারদের। অপরদিকে একেবারে নিষ্প্রাণ ছিলেন জয়দেব উনাদকাট। যায় ফলে দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি বাদ পড়তে চলেছেন।

Axar Patel

জয়দেব উনাদকাটের পরিবর্তে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন দলের আরেক স্পিনার অক্ষর প্যাটেল। ১২ টেস্টে ৩৬.৬৪ ব্যাটিং গড়-সহ ৫১৩ রান করেছেন অক্ষর। অর্ধশতরানের সংখ্যা ৪। এছাড়াও মাত্র ১৭.১৬ গড়ে নিয়েছেন ৫০টি উইকেট। ডমিনিকার স্পিন সহায়ক পিচে অক্ষর প্যাটেলের খেলার সম্ভাবনা একপ্রকার নিশ্চিত।