কোন রকমে এশিয়া কাপের সুপার ফোরে উঠলেও সুপার ফোরে শ্রীলংকার কাছে হেরে এবারের এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত এবং শ্রীলংকা।
শ্রীলংকার কাছে হেরে এশিয়া কাপ থেকে পাকিস্তান ছিটকে যাওয়ায় এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। পাকিস্তান হেরে যাওয়ার দুঃখ পেলেও পাকিস্তানের হেরে যাওয়ায় তিনি বিন্দুমাত্র অবাক হননি। তার মতে যোগ্য দল হিসেবেই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান।
এশিয়া কাপে পাকিস্তানের খারাপ পারফরমেন্সের জন্য অধিনায়ক বাবর আজমের সমালোচনা করেছেন আখতার। এদিন ইউটিউব চ্যানেলে আখতার বলেন, ” যোগ্য দল হিসেবে বাজে পারফরম্যান্স করে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। এই ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে জেতার জন্য যথেষ্ট রান ছিল আমাদের কাছে। কিন্তু বারবার একই ভুলের জন্য আমাদের হারতে হয়েছে। শ্রীলঙ্কা ভালো খেলেছে এবং যোগ্য দল হিসেবে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে।”
বাবরের সমালোচনা করে আখতার বলেছেন, ” বাবর ব্যাটসম্যান হিসেবে ভালো হলেও অধিনায়ক হিসেবে একেবারেই যোগ্য নয়। ও উইকেট বুঝতেই পারেনি। কখন কোন বোলারকে ব্যবহার করা উচিত কিভাবে ফিল্ডিং সাজানো উচিত সে বিষয়ে ওর কোন ধারণাই নেই।”
তবে পাকিস্তান দলের সমালোচনা করলেও প্রথম ম্যাচে খেলতে নামা ফাস্ট বোলার জামান খানের প্রশংসা করেছেন আখতার। আখতার বলেন, “প্রথম ম্যাচে খেলতে নেমেই শেষ ওভার বোলিং করা মোটেও সহজ বিষয় নয়। ও পাকিস্তানকে প্রায় জিতিয়েই দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হারতে হল।”