দেশের নিরাপত্তারক্ষীদের ‘বহিরাগত’ বলে কটাক্ষ! প্রতিবাদে দলকে নেতৃত্ব দিতেও নামেনি পাক অধিনায়ক

পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচও জিতে নিলো ইংল্যান্ড। যাইহোক, তৃতীয় টেস্ট ম্যাচ কেটেছে নানান তর্ক-বিতর্ক এবং অভিমানের মধ্যে। ঘটনাচক্রে, দুই দলের জন্য সর্বোচ্চ স্তরের সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। আর সেই নিরাপত্তারক্ষীদের নিয়ে খুশি নন বাবর আজম (Babar Azam)। তিনি এতটাই বিরক্ত ছিলেন যে, টেস্টের দ্বিতীয় দিনের প্রথম এক ঘণ্টা মাঠেই নামলেন না। ক্ষোভ উড়ালেন সাজঘরে বসে থেকেই। এমনটাই খবর পিটিআই সংবাদ সূত্রের।

Babar azam

গত শনিবার শুরু হয়েছে পাকিস্তান বনাম ইংল্যান্ড (Pakistan Vs England Test Series) তৃতীয় টেস্ট। দুই দলের মধ্যে এই ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে খেলা শেষে সন্ধেবেলা বাবর ও তাঁর সতীর্থ সরফরাজ, আজহার আলি, শান মাসুদ এবং ইমাম উল হক হোটেল থেকে বেরিয়ে রেস্তরাঁয় যেতে চাইছিলেন। কিন্তু তাঁদের হোটেল থেকে বেরোতেই দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষীরা জানিয়েছিল, হোটেল থেকে বেরোতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে।

 

তবে এই নিয়ম উভয় দলের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। সেই নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের হোটেল ছাড়তে হলে আগে থেকে অনুমতি নিতে হবে। এক্ষেত্রে সেই অনুমতি ছিল না বাবরদের। এই ব্যাপারটা ভালো ভাবে নেননি পাক অধিনায়ক। প্রসঙ্গে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে জড়িয়ে পরেন তিনি। বাবর সেই নিরাপত্তারক্ষীদের ‘বহিরাগত’ বলেও কটাক্ষ করেছেন বলে জানান পিটিআই। শেষ পর্যন্ত এক প্রবীণ আধিকারিকের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আসেন বাবর এবং হোটেলে নিজের রুমেই ফিরে যান তিনি।

 

তবে তৎক্ষণাৎ চুপ হলেও শান্ত হননি বাবর। প্রতিবাদ জানানোর জন্য বেছে নেন টেস্ট ম্যাচকেই। রবিবার সকালে প্রথম এক ঘণ্টা মাঠেই নামলেন না তিনি। নিরাপত্তারক্ষীদের ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এমনটা করেন বাবর। ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড’ (PCB) এই বিষয় নিয়ে কিছু মুখ খোলেনি। বাবরের মাঠে না নামার কারণ হিসাবে বলেছেন, মাথা ব্যথার কারণে দেশের অধিনায়ক এখন রেস্ট নিচ্ছেন।

Babar azam

আমরা আপনাকে বলি, দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানে খেলতে এসেছে ইংল্যান্ড। তাই কোনও প্রকার ঝুঁকি নিতে চায়নি PCB। সেই কারণে দেশের প্রেসিডেন্টের সমান নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উভয় দলের ক্রিকেটারদের জন্য। কিন্তু এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা যে দেশের ক্রিকেটারদের পছন্দ হয়নি সেই খবরও জানিয়েছে সংবাদ মাধ্যম। পাকিস্তানের ভালোর জন্যই এমন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে PCB।