টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। ম্যাচের একেবারে শেষ বলে বাজিমাত করে ভারত (India)। ভারতের কাছে হেরে যাওয়ার পর থেকেই চাপে পড়ে যায় বাবর আজমরা। শুরু হয় জোর সমালোচনা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো লক্ষ্য ছিল পাকিস্তানের (Pakistan)। কিন্তু সেই ম্যাচে দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযান প্রায় শেষ হয়ে যায় পাকিস্তানের।
জিম্বাবুয়ের কাছে হারার পর থেকে পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনা শুরু হয়। সমালোচনা করেন একের পর এক পাকিস্তানী প্রাক্তন ক্রিকেটার।
ইতিমধ্যেই বাবর আজমদের সমালোচনা করেছেন শোয়েব আখতার, মহম্মদ আমির থেকে শুরু করে ইনজামাম উল হক। এবার বাবর আজমকে তীব্র ভাষায় আক্রমন করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। শোয়েব মালিককে দলে না রাখা নিয়ে বাবরকে একেবারে ধুয়ে দিলেন ওয়াসিম আক্রম (Wasim akram)।
দুর্বল জিম্বাবুয়ের বিরুদ্ধে 131 রান তুলতে না পারায় অবাক হয়েছেন ওয়াসিম আক্রম। তিনি বলেন, এই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে পাকিস্তান 131 রান তুলতে পারলো না। ভাবতেও অবাক লাগে। এর পিছনে বড় কারণ পাকিস্তানের দল নির্বাচন। দলের মিডল অর্ডার জঘন্য। দলে অভিজ্ঞ ক্রিকেটার নেই। অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ঘরে বসে রয়েছে অপরদিকে অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে।”
শোয়েব মালিক কে বিশ্বকাপের দলে না নেওয়ার প্রসঙ্গে ওয়াসিম আক্রমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” এটা অস্ট্রেলিয়ার পিচ, এটা কোন ডেড পিচ নয়। তাই বাবর আজমকে দল নির্বাচনের ক্ষেত্রে আরও বুদ্ধিমান হতে হবে। এটা আমার পাড়ার ক্রিকেট নয় যে নিজের পছন্দের ক্রিকেটারদের দলে রাখবো। এখানে বিশ্বকাপ জেতার জন্য যাদের প্রয়োজন তাকে দলে নেওয়া উচিত। আমি হলে শোয়েব মালিক কে মিডল অর্ডারে রাখতাম।”