দীর্ঘ কয়েক বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ইংল্যান্ড (England)। শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসের উপর জঙ্গি হামলা হওয়ার পর পাকিস্তান (Pakistan) কে ক্রিকেট থেকে ব্যান করে দিয়েছিল আইসিসি (ICC)। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের পাকিস্তানে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট।
দীর্ঘ ২২ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ইংল্যান্ড (England)। ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজিত হয়েছিল। আর এই তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে (Pakistan) ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করল ইংল্যান্ড।
সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে হেরে ইতিমধ্যেই সিরিজ হেরে গিয়েছিল পাকিস্তান। এমন পরিস্থিতিতে পাকিস্তানের করাচিতে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড।
এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাক অধিনায়ক বাবর আজম। প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। বাবর আজমের ৭৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৩০৪ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৩৫৪ রান তুলে নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসেই ৫০ রানে এগিয়ে যায় ইংল্যান্ড।
The first Test team to ever win a clean sweep in Pakistan 🌟
🇵🇰 #PAKvENG 🏴 pic.twitter.com/cz8cQhyFln
— England Cricket (@englandcricket) December 20, 2022
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ২১৬ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৬৭ রান। ব্যাটিং করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজে তিন ম্যাচেই পাকিস্তান কে হারিয়ে হোয়াইট ওয়াশ করল ইংল্যান্ড।