খারাপ অধিনায়কত্ব, দিশেহারা বোলিং! পাকিস্তানের হারের পিছনে উঠে আসছে ৫টি গুরুত্বপূর্ণ কারণ

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) মেগা ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড (England) এবং পাকিস্তান (Pakistan)। এই ম্যাচে ইংল্যান্ড দুর্দান্ত পারফরমেন্স করে বিশ্বকাপ জিতে নিল। পাকিস্তান কে ৫ উইকেট হারিয়ে ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) ঘরে তুলুন ইংল্যান্ড।

আর এই ম্যাচ পাকিস্তানের হারের পিছনে উঠে আসছে পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ:-

১) ওপেনারদের ব্যর্থতা:- বিশ্বকাপের প্রত্যেক ম্যাচের মত ফাইনাল ম্যাচেও ব্যর্থ হলেন পাকিস্তানের ওপেনিং জুটি। মাত্র ১৪ বলে ১৫ রান করে আউট হলেন মহম্মদ রিজওয়ান (Mahammad Rizwan)। অপরদিকে ২৮ বলে ৩২ রানের স্লো ইনিংস খেললেন পাকিস্তানের আরেক ওপেনার বাবর আজম (Babar azam)। যেটা অনেকটা মনে পরিয়ে দিল সেমিফাইনালে ভারত ওপেনার রোহিত শর্মার ইনিংসের কথা। আর দুই ওপেনারের ব্যর্থতায় শুরুতেই পাকিস্তানকে পিছনে ঠেলে দিল।

২) ইংল্যান্ডের বোলিং:- প্রথমে বোলিং করতে নেমে মেলবোর্ন এর পিচের দারুন সাহায্য তুলেছে ইংল্যান্ডের বোলাররা। বিশেষ করে ইংল্যান্ডের স্যাম কুরান। চার ওভারে মাত্র বারো রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি। আর এটাই ম্যাচের সব থেকে বড় টার্নিং পয়েন্ট।

৩) পাক বোলিং ব্যর্থতা:- শুরুতেই আলেক্স হেলস এবং ফিলিপ সল্টকে আউট করে দিলেও সেই সুযোগ কাজে লাগাতে পারল না পাকিস্তানের বোলাররা। ক্রিজে টিকে থেকে ম্যাচ বের করে নিলেন ইংল্যান্ডের জস বাটলার এবং ব্রেন স্টোকস।

৪) ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা:- শুরুতেই ইংল্যান্ডের বেশ কয়েকটি উইকেট পড়ে গেলেও ইংল্যান্ড ব্যাটিংয়ে এতটাই গভীরতা রয়েছে যে ১৩৭ রানের টার্গেট চেস করতে তাদের কোন সময় কোন অসুবিধার মধ্যে পড়তেই হল না। অনায়াসে এই রান চেজ করে দিল ইংল্যান্ড।

৫) খারাপ অধিনায়কত্ব:- পরপর উইকেট হারিয়ে চাপের পড়ে যাওয়ার বদলে যখন পাল্টা আক্রমণ করে পাকিস্তানের বোলারদের ওপর চাপ বাড়াতে শুরু করল ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। সেই সময় বোলারদের সঠিক ব্যবহার করতে পারলেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। যার খেসারত দিতে হল পাকিস্তানকে।