বাজে আম্পায়ারিং, ক্ষোভে ব্যাট দিয়ে উইকেট ভাঙলেন হরমনপ্রীত, দেখুন ভিডিও

শনিবার ওয়ান ডে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team) এবং বাংলাদেশ মহিলা ক্রিকেট দল (Bangladesh Womens Cricket Team)। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২২৫ রান তোলে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভারত দুই ওপেনার কে হারালেও মিডিল অর্ডারের দৌলতে জয়ের জায়াগায় পৌঁছে গিয়েছিল ভারত (India)

তবে এই ম্যাচেই ঘটে গেলে এক বিতর্কিত ঘটনা। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে সজোরে উইকেটের মধ্যে ব্যাট দিয়ে আঘাত করেন ভারত অধিনায়ক হরমোনপ্রীত কৌর। যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

আরও পড়ুন:- সচিন থেকে ব্র্যাডম্যান, ৫০০ তম ম্যাচে সেঞ্চুরি করে একাধিক কিংবদন্তিকে টপকে গেলেন বিরাট

এদিন বাংলাদেশের ২২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শেফালি ভার্মা এবং যস্তিকা ভাটিয়াকে আউট হয়ে যায়। প্রাথমিক ধাক্কা সামলে ভারতের ইনিংসে এগিয়ে নিয়ে যান স্মৃতি মান্ধানা এবং হারলিক দেওয়াল। একটা সময় জয়ের খুব কাছের পৌঁছে গিয়েছিল ভারত কিন্তু তারপর পর পর বেশ কয়েকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচ টাই করে ভারত।

আরও পড়ুন:- শারীরিক দিক থেকে কতটা সুস্থ ভারতীয় প্রেসাররা? বুমরা-পন্ত সহ এই ৫ ক্রিকেটারকে নিয়ে বিবৃতি দিল BCCI

স্মৃতি মান্ধানা আউট হওয়ার পর ক্রিজে নামেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতের ইনিংসের ৩৪ তম ওভারে ঘটে সেই বিতর্কিত ঘটনা। সেই সময় ২১ বলে ১৪ রানে ব্যাট করেছিলেন হরমনপ্রীত।

সেই ওভারে বল করতে আসেন বাংলাদেশের নাদিয়া আখতার। নাদিয়ার বলটি সুইপ করতে যায় হরমনপ্রীত।বলটি হরমনের প্যাডে লেগে উইকেট রক্ষকের কাছে চলে যায়। আউটের আবেদন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। আম্পায়ার আউট দেন কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হরমনপ্রীত। তার দাবি ছিল বল ব্যাটে লেগেছে। আম্পায়ার আউট দেওয়ার পর প্রথমে ব্যাটে ঘুষি মারেন হরমন তারপর ব্যাট দিয়ে উইকেট ভেঙে দেন তিনি।

ম্যাচ শেষে হরমন বলেন, “এই ধরনের আম্পারিংয়ে আমরা অবাক। পরের বার বাংলাদেশ খেলতে এলে এমন আম্পায়ারিংয়ের মোকাবিলা করার জন্যও তৈরি থাকতে হবে আমাদের।”