আইপিএলে দুর্দান্ত বোলিং করে সকল নজর কেড়েছিলেন উমরান মালিক (Umran Malik)। বিশেষ করে তার বলের গতি সকলকে চমকে দিয়েছিল। যার কারণে খুব তাড়াতাড়ি তিনি ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। এবার ভারতের হয়ে বোলিং করতে গিয়েও একের পরের রেকর্ড করছেন উমরান মালিক (Umran Malik)।
জাতীয় দলের হয়ে বোলিং করতে গিয়ে একের পর এক রেকর্ড গড়ছেন উমরান মালিক (Umran Malik)। এক ম্যাচে রেকর্ড গড়ছেন অন্য ম্যাচে সেই রেকর্ড ভাঙছেন উমরান মালিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বল করে ভারতীয় বোলারদের মধ্যে নজির গড়েছিলেন উমরান।
এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে বোলিং করতে গিয়েও রেকর্ড করলেন উমরান মালিক। ভাঙলেন আগের সিরিজে করা নিজেরই রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলিং করতে গিয়ে ভারতের ইতিহাসে সবথেকে জোরে বল করলেন উমরান মালিক।
এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ৩৭৩ রান করে ভারত। জবাবে ব্যাটিং করতে নেমে পরপর উইকেট হারায় শ্রীলঙ্কা। এইদিন শ্রীলঙ্কার ইনিংসের ১৪ তম ওভারে বোলিং করতে আসেন ভারতের উমরান মালিক। সেই ওভারে প্রতি ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে বল করলেন উমরান মালিক। সেই সঙ্গে ভারতীয়দের মধ্যে সবচেয়ে জোরে বোলিং করার রেকর্ড নিজের নামে করলেন উমরান মালিক।
ম্যাচ শেষে উমরান মালিক বলেন, “ম্যাচ শুরুর আগে রোহিত ভাই এবং সামি ভাইয়ের সঙ্গে কথা বলি। ওরা উইকেট লক্ষ্য করে বোলিং করতে বলেন। সেটাই করেছি এবং সফল হয়েছি। আগামীদিনে আরও ভালো বল করার চেষ্টা করব।”