হারের হ্যাটট্রিকে হতাশ বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং লাইন নিয়ে কি বললেন শাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) আগে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ (Tri T-20 Series) চলছে। যে সিরিজে বাংলাদেশে হারের হ্যাটট্রিক। এই ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। টানা তিনটি ম্যাচে পরাজয় তাদের, যার ফলে এই সিরিজে ফাইনালে ওঠার আশা শেষ। দলের এমন অবস্থা দেখে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Shakib al hasan

বাংলাদেশ, নিউজিল্যান্ডের কাছে দুইবার ও পাকিস্তানের কাছে একবার হেরে গেল চলতি সিরিজে। সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তান বাংলাদেশের (Pakistan Vs Bangladesh) বিরুদ্ধে ২১ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেই। তারপর, তাদের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ৮ উইকেটে পরাজয় স্বীকার করতে হয়েছে। তারপর, সিরিজের পঞ্চমতম ম্যাচ অর্থাৎ বাংলাদেশের তৃতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৮ রানের ব্যবধানে হারতে হয়েছে।

এই দিন ম্যাচে অর্থাৎ বুধবার বাংলাদেশ টসে জিতে নিউজিল্যান্ডকে (Bangladesh Vs New Zealand) প্রথমে ব্যাট করতে পাঠায়। নিউজিল্যান্ড শুরু থেকেই আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশের বোলারদের উপর। শাকিবদের কোন প্ল্যানিং কাজে আসেনি এই ম্যাচে। নিউজিল্যান্ড শক্তিশালী ব্যাটিং লাইনের উপর ভর করে কুড়ি ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে।

Tri series

জবাবে বাংলাদেশ ২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। একের পর এক ব্যাটসম্যানরা যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন তখন শাকিব এক দিকে দাঁড়িয়ে নিজেই দলকে টানছিলেন। তিনি ৪৪ বলে ৭০ রান করলেও তার সাথে কেই যোগ্য সঙ্গ না দেওয়াতে তার এই রান ব্যার্থ হয়। শেষ অবধি কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানেই ইনিংস শেষ করে দেয় বাংলাদেশ। ফলে নিউজিল্যান্ড ৪৮ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেই। এই ম্যাচের হারই ছিল বাংলাদেশের হ্যাটট্রিক হার।

এখন বাংলাদেশের এই দুর্দশা দেখে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একের পর এক বোলাররা ছন্দহারা তো, কোন ব্যাটসম্যান নাই ফর্মে। এদিকে, সামনেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ (T-20 World Cup 2022)। এই মেগা ইভেন্টে বাংলাদেশের বিরুদ্ধে কড়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে পাকিস্তান, ভারত ও সাউথ আফ্রিকা। এমন পরিস্থিতিতে অধিনায়ক শাকিব বলেন, খেলোয়াড়রা যদি ফর্মে না ফেরেন তাহলে ভুগতে হবে দলকে। তিনি হারের জন্য মূলত দলের খেলোয়াড়দের দায়ী করছেন।