রবিবারের ম্যাচে পাকিস্তানের কাছে বাংলাদেশ (Pakistan vs Bangladesh) হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২(T-20 Worldcup 2022) থেকে বিদায় নিয়েছে। এই দিনের অনুষ্ঠিত ম্যাচটি ছিল দুই দলের শেষ ম্যাচ। ডু-ওর-ডাই ম্যাচে শেষ হাসি হেসেছে বাবর আজমরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাকিব অল হাসান (Shakib al hasan)। তারা ২০ ওভারের বিনিময়ে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান তোলেন। জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে শেষ চারে জায়গা পাকা করে। ম্যাচ হেরে বাংলাদেশের অধিনায়ক দিলেন বড় বায়ান।
ম্যাচের শেষে অধিনায়ক সাকিব বলেন, “আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস দেখলে সেই তুলনায় এখনো পর্যন্ত এটাই সেরা পারফরমেন্স। দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে, অনেক তরুণদের নিয়ে খেলেছি। এর চেয়ে বেশী প্রত্যাশা ছিল না। ম্যাচের মাঝপথে যখন এক উইকেট হারিয়ে ৭০ রানে দাঁড়িয়ে ছিলাম, তখন মনে হয়েছিল এই পিচে আমরা ১৫০ প্লাস রান করব। নতুন ব্যাটারদের পক্ষে এই পিচে খেলা কঠিন হয়েছে। আমি আরও ভালো খেলতে পারতাম। যতদিন আমি ফিট থাকব ভালোবেসে খেলা চালিয়ে যাব।”
এই ম্যাচে সাকিবের আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সৌম্য সরকার আউট হওয়ার পর সাকিব ব্যাট করতে এসেছিলেন। সাদাব খানের ফুলটাস বল সাকিবের পায়ে লেগে অন্যদিকে চলে যায়। তারপর সাদাব খান এলবিডব্লিউ (LBW) এর আবেদন করলে আম্পিয়ার আউট দেন। তবে তার এই বল ডাইরেক পায়ে লেগেছে নাকি ব্যাটে লেগে পায়ে লেগেছে তা নিয়েই বিতর্ক।
আম্পিয়ার সাকিবকে আউট দেওয়ার সাথে সাথেই ডিআরএস (DRS) নেন। ডিআরএস দেখে তৃতীয় আম্পিয়ার দাবি করেন ব্যাটের সাথে বলের কোন সংযোগ হয়নি। কিন্তু সাকিব এই সিদ্ধান্ত মানতে নারাজ। তার মতে তিনি স্পষ্ট বুঝতে পেরেছেন বল এসে প্রথমে ব্যাটে লেগেছে এবং তার হালকা আওয়াজও পাওয়া গেছে। আম্পিয়ার দাবি করেন এই আওয়াজ ব্যাটের সাথে বলের না বরং ব্যাটের সাথে মাটির। যার ফলে তাকে আম্পিয়ারের সিদ্ধান্ত মেনে প্যাভিলিয়নে ফিরে আসতে হয়।
এদিকে সাউথ আফ্রিকা হারাতে যদি এই ম্যাচে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করতে পারতো তাহলে হয়তো তারাও শেষ চারে ঢোকার সুযোগ পেত। কিন্তু তাদের তিন ম্যাচে খারাপ পারফরমেন্সের জেরে এই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। এখন নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান এই ৪টি দল সেমিফাইনালের (T-20 Worldcup 2022 Semifinal) যোগ্য টিম হিসাবে প্রমাণিত হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে পাকিস্তান এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত। এই বিশ্বকাপে শেষ হাসি হাসে কারা সেটাই সময়ের অপেক্ষা।