চলতি বছরে ভারতীয় (India) দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, এই পরিস্থিতিতে সব ম্যাচেই অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। তবে ভারতীয় দলের একটি গ্রুপের পক্ষে এই সবকটি সিরিজ খেলা সম্ভব নয় তারজন্য দুটি দলও প্রস্তুত করা হয়ে গিয়েছে। এবার দুটি দল হলে তারজন্য সাপোর্ট স্টাফও আলাদা থাকতে হবে। তাই দলগুলিকে সমর্থন করার জন্য বিসিসিআই (BCCI) আলাদা কোচ নিয়োগ করেছে।
রাহুল দ্রাবিড় এর পাশাপাশি দ্বিতীয় দলের প্রধান কোচ হতে চলেছেন জাতীয় ক্রিকেট একাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণ। এর আগের বছর সৌরভ গাঙ্গুলী যখন ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন, তখন তিনি প্রধান কোচ হিসেবে লক্ষ্মণকে আয়ারল্যান্ড সফরে পাঠান। সেই সফরেও তিনি তাঁর বেস্ট গাইডেন্স দিয়েছিলেন। তাই এবারও আয়ারল্যান্ড সফরের দায়িত্ব যাচ্ছে এনার হাতেই।
অন্যদিকে আয়ারল্যান্ড সফরে লক্ষ্মণ-এর পাশাপাশি সিতাংশু কোটক ও হৃষিকেশ কানিটকারের একজন ব্যাটিং কোচের দায়িত্ব পেতে পারেন। আর সাইরাজ বাহুটুলে ও ট্রয় কুলির মধ্যে যে কোনো একজন বোলিং কোচের দায়িত্ব পালন করতে পারেন বলে জানা গিয়েছে। ভারতকে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে। ১৮ আগস্ট, ২০ এবং ২৩ আগস্ট ডাবলিনে এই টি-টোয়েন্টি ম্যাচগুলি অনুষ্ঠিত হতে চলেছে বলে সূত্রের খবর।
আরো পড়ুনঃ ‘এই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গর্ব করার কিছু নেই’, ফের রোহিতদের ঠুকলেন গাভাস্কার
আয়ারল্যান্ড সফর শেষ হতেই এশিয়ান গেমস খেলতে যেতে হবে ভারতীয় দলকে। অন্যদিকে অক্টোবর মাসেই আবার ওডিআই ম্যাচ রয়েছে। তাই হিসেব মতন ওডিআই ম্যাচ এবং এশিয়া কাপের দায়িত্ব থাকছে প্রধান রাহুল দ্রাবিড়ের হাতেই। কিন্তু এই দুই ম্যাচে যদি রাহুল দ্রাবিড় ভালো পারফরম্যান্স না করেন তাঁর বদলি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাঁর পরিবর্তে দলের প্রধান কোচের দায়িত্ব যেতে পারে ভিভিএস লক্ষ্মণের হাতে।