T20 world cup এর জন্য দল ঘোষণা করলো BCCI, দল থেকে বাদ পড়ল এই গুরুত্বপূর্ণ অলরাউন্ডার

আগামী ১৬ ই অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি (icc means t20 world cup)বিশ্বযুদ্ধের আসর। অস্ট্রেলিয়া মাটিতে চলবে ১৬ টি দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করনে বিশ্বসেরা অন্যতম দাবিদার রোহিত শর্মার দল টিম ইন্ডিয়ার। সোমবার বিকেলে বিসিসিআই বিশ্বযুদ্ধের জন্য তাদের ফাইনাল ১৫ জনের দল বেছে নিল। দলে প্রত্যাবর্তন করলেন মোহাম্মদ সামি। বাদ গেলেন রবীন্দ্র জাদেজা।

অস্ট্রেলিয়ায় যে ভারতের দল যাবে তার মধ্যে চারজন ব্যাটসম্যান কে ক বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে থাকছে কে এল রাহুল, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব এবং বিরাট কোহলি। উইকেট রুক্ষ হিসাবে থাকছেন দীনেশ কার্তিক ও ঋষভ পান্ত।

রবীন্দ্র জাদেজার চোট রয়েছে তার জন্য তিনি এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকছেন না। সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে নেয়া হয়েছে দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, রবি চন্দ্র আশ্বিন এবং অক্ষয় পাটেল কে। তাদের সঙ্গে পেসার হিসেবে রয়েছে ভুবেনশ্বর কুমার এবং আরশাদীপ সিং।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল এবং অর্শদীপ সিংহ।

রিজার্ভ দল: মহম্মদ শামি, শ্রেয়স আয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার