শিখর ধাওয়ানের ক্যারিয়ার নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই, খুব শীঘ্রই ভারতীয় দল থেকে…

রোহিত শর্মা চোট পেয়ে বাংলাদেশ এর বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় সুযোগ চলে আসে ঈশান কিষানকে (Ishan Kishan) কাছে। আর এই সুযোগ দারুন কাজে লাগালেন ভারতের এই তরুণ ওপেনার। বাংলাদেশ এর বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করলেন ঈশান কিষান (Ishan Kishan)। ডবল সেঞ্চুরি করে সকলকে চমকে দিলেন।

রোহিত শর্মার পরিবর্তে খেলতে নেমে ডবল সেঞ্চুরি করে ভারতীয় দলে কার্যত নিজের জায়গা পাকা করে ফেললেন  ঈশান কিষান (Ishan Kishan)। ঈশান কিষানের ভালো পারফরমেন্সের কারণে এবার টিম ইন্ডিয়া থেকে জায়গা হারাতে চলেছেন ভারতের সিনিয়র ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।

গত কয়েক বছর ধরে ভারতীয় দলে নিয়মিত সুযোগ পান না শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।, সুযোগ পেলেও সেভাবে পারফরম্যান্স করতে পারছেন না তিনি। বর্তমানে টি-টোয়েন্টির যুগে যেখানে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন অন্যান্য ব্যাটসম্যানরা সেখানে পাওয়ার প্লে তে প্রত্যেক ম্যাচে ভারতকে খুবই ধীরগতি শুরু দিচ্ছে শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। যার কারণে এবার শিখর ধাওয়ানের ভবিষ্যৎ নিয়ে বিশেষ আলোচনায় বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআই এর এক অধিকারিক জানিয়েছেন কয়েকদিন পরই ভারতীয় দলের নির্বাচক মণ্ডলী পাল্টে যাচ্ছে। নতুন নির্বাচক মন্ডলী আসার পরে শিখর ধাওয়ানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। কথা বলা হবে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও। আর তারপরই ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত শিখর ধাওয়ানের স্ট্রাইক রেট ১০০ এর উপরে থাকলেও বর্তমানে শিখর ধাওয়ানের স্ট্রাইক রেট ৭৫ এর নিচে নেমে গিয়েছে। অপরদিকে ঈশান কিষাণ, শুভমান গিলের মতো তরুণ তুর্কিরা শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে এবং শেষ কয়েক বছরে ভারতীয় দলের হয়ে যখন সুযোগ পেয়েছেন তখনই পারফরম্যান্স করে দেখিয়েছেন এই দুই তরুণ তুর্কি। আর বাংলাদেশের বিরুদ্ধে এই ঈশান কিষানের এমন বিধ্বংসী মেজাজে ডবল সেঞ্চুরি দেখার পর শিখর ধাওয়ানের ভবিষ্যৎ নিয়ে কার্যত বড় প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে।