আগস্টের শেষেই হতে চলেছে এশিয়া কাপ ২০২৩! জানুন ম্যাচের শিডিউল নিয়ে ঠিক কি বললেন জয় শাহ

অবশেষে বিসিসিআই (BCCI) তরফে প্রকাশিত হল এশিয়া কাপের (Asia Cup) সময় সূচি, যেখানে ছয়টি দলকে দুটি করে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপ ‘এ’ তে থাকছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর গ্রুপ ‘বি’ তে থাকছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। সূচি অনুযায়ী এই ম্যাচ শুরু হচ্ছে ৩০ শে আগস্ট এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ই সেপ্টেম্বর। আগামী ৩০ আগস্ট মুলতানে পাকিস্তান ও নেপালের মধ্যে হতে চলেছে উদ্বোধনী ম্যাচ।

আরো পড়ুনঃ ধোনি অবসর নেওয়ার সঙ্গেই কেরিয়ার শেষ হয়েছে এই ৫ ক্রিকেটারের

অন্যদিকে ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান কিন্তু এই ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। এই বিষয়ে বিসিসিআই (BCCI) সেক্রেটারি জয় শাহ  লিখেছেন, “আমি বহু প্রতীক্ষিত পুরুষদের ওডিআই এশিয়া কাপ ২০২৩-এর সময়সূচী ঘোষণা করতে পেরে আনন্দিত, যা বিভিন্ন দেশকে একত্রিত করে একতা ও সংহতির প্রতীক। আসুন আমরা ক্রিকেটের শ্রেষ্ঠত্ব উদযাপনে যোগদান করি এবং আমাদের সকলকে সংযুক্ত করে এমন বন্ধনকে লালন করি।

ভারত পাকিস্তান ভেন্যু সমস্যা কাটিয়ে অবশেষে চারটি ম্যাচ হবে পাকিস্তানে এবং বাকি ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়, যেখানে ভারতীয় দল তাদের সমস্ত ম্যাচ খেলবে। ৫০ ওভারের ফরম্যাটে এই ম্যাচ খেলা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার ফোর পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে এবং এই পর্যায়ের শীর্ষ দুটি দল ফাইনালে যাবে। অন্যদিকে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ দল লাহোরে আফগানিস্তানের সাথে এবং এরপর ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা দল আফগানিস্তানের সাথে খেলবে।

আরো পড়ুনঃআজ হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামছে রোহিতরা, দেখুন ভারতের প্রথম একাদশ

 বর্তমানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে। এই ম্যাচ শেষ হতেই আবার আগস্টে ফের সক্রিয় হবে ভারতীয় দল। এরপর অক্টোবরে রয়েছে ওডিআই বিশ্বকাপ। সব মিলিয়ে একের পর এক ম্যাচ মিলতে চলেছে ক্রিকেট ভক্তদের। তবে ওডিআই বিশ্বকাপ নিয়ে আলাদা উন্মাদনা রয়েছে। ম্যাচের আগেই ভারতে জোরদার প্রস্তুতি চলছে, স্টেডিয়ামগুলিও সুন্দরভাবে সেজে উঠছে। মনে করা হচ্ছে এই ম্যাচ গুলির মাধ্যমেই আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ফেলছে ভারতীয় দল।