ভারতের মাটিতে আর কয়েক মাস পরেই শুরু হতে চলেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। ৪ ই অক্টোবর শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে ৭ ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ১৫ ই অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত (India) বনাম পাকিস্তান (Pakistan)।
প্রাথমিক ভাবে ভারত (India) বনাম পাকিস্তান (Pakistan) ম্যাচ ১৫ ই অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও সেই ম্যাচ পিছিয়ে যেতে পারে এমনটাই জানিয়েছেন এক সংবাদমাধ্যম।
আরও পড়ুন:- ওয়ানডে বিশ্বকাপ জয়ের দাবিদার কোন দল? জানিয়ে দিলেন কপিল দেব
জানা গিয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন শুরু হচ্ছে নবরাত্রি উৎসব। এই নবরাত্রি গুজরাটের গুরুত্বপূর্ণ উৎসব। অনেকটা পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মতোই। টানা দশ দিন ধরে চলা এই উৎসবে স্থানীয় মানুষের মাতামাতি থাকেই। তাই ওইদিন ম্যাচ আয়োজন হলে নিরাপত্তার সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে ভারত- পাকিস্তান ম্যাচ পিছিয়ে যেতে চলেছে।
আরও পড়ুন:- বিরাটের টেস্ট কেরিয়ার শেষ করতে বড়সড় ষড়যন্ত্র করল রোহিত, ক্ষোভে ফুঁসছে বিরাট ভক্তরা
নবরাত্রি উৎসবকে কেন্দ্র করে দশদিন ধরে স্থানীয় মানুষের মাতামাতি চরম থাকে। সেই কারণে ভারত- পাকিস্তান ম্যাচে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা বোর্ডকে অনুরোধ করেছে অন্য কোনও দিন এই ম্যাচ আয়োজন করতে।
বোর্ডের এক কর্তা ওই সংবাদমাধ্যমকে বলেছেন, “আমাদের কাছে যে বিকল্প রয়েছে তা আলোচনা করে দেখা হচ্ছে এবং দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা সংস্থার তরফে আমাদের জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের মতো হাইপ্রোফাইল ম্যাচে আমদাবাদে দেশ-বিদেশ থেকে হাজার হাজার সমর্থক আসবেন। নবরাত্রির কারণে ওই সময়ে সেই ম্যাচ আয়োজনে সমস্যা হতে পারে।”
উল্লেখ্য, ইতিমধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য আমেদাবাদের সমস্ত হোটেল, হোমস্টে বুক হয়েছে গিয়েছে। ট্রেন, বিমানের টিকিটও সব শেষ। এমন পরিস্থিতিতে ম্যাচের দিন পিছিয়ে গেলে সমস্যায় পড়বে ম্যাচ দেখতে আসা দর্শকরাও।