এশিয়া কাপের পরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত (India)। তারপর রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তারপর ভারত বিভিন্ন দেশের সঙ্গে একাধিক সিরিজে মুখোমুখি হবে। ঘরের মাঠে ভারতের সব গুলি দ্বিপক্ষীক সিরিজের প্রত্যেকটি ম্যাচ দেখানোর সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ভায়াকম ১৮।
দীর্ঘ ১১ বছর ধরে ভারতের ঘরের মাঠের প্রত্যেকটি সিরিজ দেখাতো স্টার। এবার স্টারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ঘরের মাঠে ভারতের ক্রিকেট ম্যাচ গুলি দেখানোর টেলিভিশন এবং মোবাইল সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ভায়াকম ১৮। এরজন্য আগামী পাঁচ বছরে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিপুল পরিমাণ অর্থ দিতে চলেছে ভায়াকম ১৮।
এই মুহূর্তে টিভির থেকে মোবাইলে দর্শক সংখ্যা বেশি। তাই টিভি এবং মোবাইলের জন্য আলাদা আলাদা সম্প্রচার স্বত্ব বিক্রির কথা জানিয়েছিল বিসিসিআই। তবে এই দুটি স্বত্বই কিনে নিয়েছে ভায়াকম ১৮। পিটিআই সূত্রে জানা গিয়েছে যে, মোবাইলের জন্য ৩১০১ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল তারা। টিভির জন্য ২৮৬২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। অর্থাৎ প্রায় ৬০০০ কোটি টাকা দিয়ে বিসিসিআই এর থেকে আগামী পাঁচ বছরের জন্য টিভি এবং মোবাইলের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ভায়াকম ১৮।
আগামী ২২শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে সিরিজ। এই সিরিজ থেকেই সম্প্রচারের দায়িত্ব ভায়াকমের কাঁধে। থাকবে ৩১ মার্চ ২০২৮ পর্যন্ত। এই সময়কালে ভারত ঘরের মাঠে মোট ৮৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে। অর্থাৎ প্রতি ম্যাচে ৬৭.৭৬ কোটি টাকা বোর্ডকে দেবে তারা।
🚨 NEWS 🚨: BCCI announces the successful bidder for acquiring the Media Rights for the BCCI International Matches and Domestic Matches for September 2023 – March 2028.
More Details 🔽https://t.co/Z2TYMudypd
— BCCI (@BCCI) August 31, 2023
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ টুইট করে লেখেন, “আগামী পাঁচ বছর ভারতের ঘরের মাঠে হওয়া খেলার সম্প্রচারস্বত্ব পেয়েছে ভায়াকম ১৮। ওদের শুভেচ্ছা জানাই। ছেলে এবং মেয়েদের আইপিএলের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও চুক্তি করল এই সংস্থা।”