বিশ্বকাপে রাহুল-রোহিতের ক্ষমতা ব্যর্থ! এবার ধোনির অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য তাকে বড় পদ দিতে চলেছে BCCI

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), তাকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বিবেচিত করা হয়। যখনই ভারতীয় দল কোন বিপাকে পড়ে তখনই ধোনির নাম উঠে আসে। ধোনির ক্রিকেট ক্যারিয়ারে যা রেকর্ড তা অন্য কোন অধিনায়কের ক্ষেত্রে ভাঙ্গা খুব মুশকিল। তার কারণ আমরা সকলেই জানি, ধোনির নেতৃত্বে ভারতীয় দল ৩ টি ICC ট্রফি (ICC Trophy) হাসিল করেছে। বর্তমানে ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার অধিনাকত্ব নিয়ে আলোচনা হলেই ধোনির নামে বেশি আসে। সেই দাবিতেই হয়তো ‘ক্যাপ্টেন কুলের’ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে BCCI। এবার থেকে ভারতীয় দলের বিশেষ ভূমিকা পালন করবে তিনি।

Ms dhoni

ধোনির নেতৃত্ব নিয়ে কথা বললে, এম এস ধোনিই ভারতের প্রথম অধিনায়ক, যিনি দেশকে ৩ বার ICC ট্রফি এনে দিয়েছেন। তিনি ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন ট্রফি এনে দিয়েছেন। শুধু তাই নয়, IPL-এও CSK দলকে নেতৃত্ব দিয়ে ৪ বার ট্রফি জিতিয়েছেন। এর পাশাপাশি CSK-কে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলিয়েছেন। এবার BCCI বড় পদক্ষেপ নিচ্ছে ধোনির অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে।

 

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে, রাহুল দ্রাবিড়ের উপর তিন ফরম্যাটের প্রধান কঠিন হয়ে পড়ছে। তাই তার উপর থেকে কিছুটা চাপ কমিয়ে দিতে চাইছে বিসিসিআই। এ বিষয় নিয়ে আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে আলোচনা হতে চলেছে।

 

ধোনির ভূমিকা:-

আমরা আপনাকে বলি, ধোনি এর আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের মেন্টর হিসেবে কাজ করেছিলেন, কিন্তু সেখানে বিরাট বাহিনীর দল ব্যর্থ ছিল। তবে গত বিশ্বকাপে দলের সঙ্গে বেশি দিন আগে যুক্ত হয়নি তিনি। তাই বিসিসিআই এবার আগে থেকেই সেই দায়িত্ব দিতে চলেছেন। প্রতিবেদন অনুযায়ী তিনি দুটো ভূমিকা থাকতে পারেন, একটি ডিরেক্ট অফ ক্রিকেট পদে, আরেকটি টি-টোয়েন্টি ক্রিকেটের কোচ হিসাবে।

Ms dhoni

কিন্তু বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, প্লেয়ার যদি খেলার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেই খেলোয়াড়কে কোচ বা কোচের সমতুল্য কোন দায়িত্ব দেওয়া হয় না। কিন্তু ধোনি এখনো CSK দলকে ২২ গজে নেতৃত্ব দিচ্ছেন। প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী ধোনি যদি CSK-র অধিনায়ক থেকে অবসর নেন তাহলে তাকে বড় দায়িত্ব দিতে অসুবিধা নাই বিসিসিআইয়ের। তাই অনেক ভক্তই মনে করছেন, আইপিএল ২০২৩ এর সিএসকে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াই হতো এটাই শেষ টুর্নামেন্ট হবে।