আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ (Asia Cup)। এবারের এশিয়া কাপের আসর বসেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে। এই মুহূর্তে ভারতীয় দল আয়ারল্যান্ড সফরে রয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে ভারত (India)। ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে ভারত (India)।
🗣️ "It's about the entire batting unit coming together and getting the job done."#TeamIndia captain @ImRo45#AsiaCup2023 pic.twitter.com/qZRv4za7k4
— BCCI (@BCCI) August 21, 2023
সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চোট সরিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে কামব্যাক করলেন শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, যাশপ্রীত বুমরার মতো তারকারা।
ভারতের এশিয়া কাপের দল দেখার পর ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন তিনজন ক্রিকেটারকে সুযোগ দিয়ে বড় ভুল করল ভারত। এই তিনজনের জন্যই এশিয়া কাপে ভারতের ভরাডুবি হতে চলেছে:-
১) সূর্যকুমার যাদব:- এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরমেটে বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান হলেও ওয়ানডে ফরমেটে সূর্য কুমার যাদব চূড়ান্ত ব্যর্থ। শেষ কয়েক মাসে বারবার ওয়ানডে ফরমেটে সূর্যকে সুযোগ দেওয়া হলেও তিনি ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তার সত্ত্বেও এশিয়া কাপে সূর্যকে সুযোগ দিয়েছে ভারত। তার থেকে বড় বিষয় সূর্য যেখানে ব্যাটিং করেন সেই পজিশনে ইতিমধ্যেই ভারতের কাছে শ্রেয়স আইয়ার, তিলক বর্মার মত ক্রিকেটার রয়েছেন।
২) কে এল রাহুল:- দীর্ঘদিন চোটের কারণে ভারতীয় দলের বাইরে রয়েছেন কে এল রাহুল। এবার আইপিএলেও সম্পূর্ণ খেলতে পারেন নি তিনি। চিকিৎসকরা জানিয়েছেন রাহুল এখনো ১০০ শতাংশ ফিট হয়ে উঠতে পারেনি। তার সত্ত্বেও এশিয়া কাপের দলে রাহুলকে রাখা হয়েছে।
Here's the Rohit Sharma-led team for the upcoming #AsiaCup2023 🙌#TeamIndia pic.twitter.com/TdSyyChB0b
— BCCI (@BCCI) August 21, 2023
৩) প্রসিদ্ধ কৃষ্ণা:- চোট সারিয়ে দীর্ঘদিন পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। বল হাতে ভালো পারফরমেন্সও করছেন তিনি। তবে এই মুহূর্তে ভারতের কাছে মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, যাশপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুরের মতো ফাস্ট বোলার রয়েছে। সেক্ষেত্রে আরও একজন ফাস্ট বোলার নেওয়ার কোন মানেই হয় না।